• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

   ১৮ আগস্ট ২০২৫, ০৩:১৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ শ্লোগানকে সামনে রেখে ভাঙ্গুড়ায় শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।

সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার পৌরপার্কে মাছ অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা প্রশাসক মোছাঃ নাজমুন নাহার। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ নাজমুল হুদা ও মৎস্য কর্মকর্তা মোঃ আলী আজম ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামিম হাসান প্রমূখ। 

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সফল মাছ চাষি শাহিনুর রহমান শাহীন সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সায়েম ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানা অন্যান্যরা বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, অভয়াশ্রম গড়ে তুললে দেশি মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত হবে। এতে যেমন জীব বৈচিত্র্য টিকে থাকবে, তেমনি দেশি মাছে ভরবে দেশের বাজার। তাই সকলকে মৎস্য সম্পদ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে উপজেলার ২জন শ্রেষ্ঠ মৎস্য চাষি ও খামারি কে সম্মাননা প্রদান করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটের তিস্তার চরের মানুষের একমাত্র ভরসা ভার ও নৌকা
রাজারহাটের তিস্তার চরের মানুষের একমাত্র ভরসা ভার ও নৌকা
ভাঙ্গুড়ায় যুবদলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি সম্পন্ন
ভাঙ্গুড়ায় যুবদলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি সম্পন্ন
জবাবদিহিতামূলক প্রশাসন গড়তে চাই : সাভার ইউএনও
জবাবদিহিতামূলক প্রশাসন গড়তে চাই : সাভার ইউএনও