• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিমান বাংলাদেশে ইতিহাসের সর্বোচ্চ মুনাফা

নিজস্ব প্রতিবেদক    ১৮ আগস্ট ২০২৫, ০৪:১৩ পি.এম.
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংগৃহীত ছবি

বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরে ৯৩৭ কোটি টাকা অনিরীক্ষিত মুনাফা অর্জন করেছে, যা প্রতিষ্ঠার ৫৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ। সংস্থাটি এই সাফল্যে যাত্রী ও গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

বিমান জানায়, মূলত যাত্রীদের আস্থা ও সমর্থন, দক্ষ সম্পদ ব্যবস্থাপনা এবং যাত্রীসেবার ধারাবাহিক উন্নয়নের ফলেই এই রেকর্ড মুনাফা সম্ভব হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর বলেন, ২০২১-২২ অর্থবছরে ৪৪০ কোটি টাকার মুনাফা ছিল আগের সর্বোচ্চ। ১৯৭২ সালে মাত্র ১.৯০ কোটি টাকা আয় দিয়ে যাত্রা শুরু করা বিমান আজ ১১,৬৩১.৩৭ কোটি টাকার আয়ের আধুনিক এয়ারলাইন্সে পরিণত হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে বিমানের বহরে ২১টি উড়োজাহাজ, যেটির মধ্যে ১৯টি নিজস্ব, রয়েছে। এতে চারটি বোয়িং ৭৮৭-৮ ও দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার অন্তর্ভুক্ত। নিজস্ব রক্ষণাবেক্ষণ সক্ষমতার কারণে দ্রুত সেবা, ব্যয় সাশ্রয় এবং আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

এবিএম রওশন কবীর জানান, বছরে যাত্রী পরিবহন হয়েছে ৩.৪ মিলিয়ন, কার্গো পরিবহন ৪৩,৯১৮ টন, এবং কেবিন ফ্যাক্টর ৮২ শতাংশ। জানুয়ারি ২০২৫-এ সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ডও গড়া হয়েছে।

ভবিষ্যতে বিমান নতুন রুট সম্প্রসারণ, ডিজিটাল রূপান্তর এবং কার্গো সেবা উন্নত করার পরিকল্পনা করছে। সংস্থার লক্ষ্য দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় এয়ারলাইন্স হিসেবে বিশ্বমানের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা