• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আইন আছে, কিন্তু প্রয়োগ নেই : স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১৮ আগস্ট ২০২৫, ০৫:৩৬ পি.এম.
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। সংগৃহীত ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমাদের দেশে আইন থাকলেও তা কার্যকর হচ্ছে না। তিনি উদাহরণ দিয়েছেন সিগারেট আইনের, যা থাকা সত্ত্বেও অনেকেই তা মানছে না।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের গুঁড়া দুধ খাওয়ানোর পরিবর্তে মাতৃদুগ্ধপানকে অগ্রাধিকার দিতে হবে। এজন্য শুধু চিকিৎসকদের নয়, সমাজের সব স্তর—এনজিও কর্মী, মসজিদের ইমাম, মন্দির ও গির্জার ধর্মীয় নেতারা এবং মিডিয়াকেও সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখতে হবে।

উপদেষ্টা বলেন, নবজাতকের যত্নে পিতৃত্বকালীন ছুটি দিলে মায়ের পাশে থাকার মানদণ্ড নির্ধারণ করা প্রয়োজন। মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করলে শিশু মাতৃদুগ্ধের সর্বোচ্চ সুবিধা পাবে।

সভাপতির বক্তব্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সরোয়ার বারী বলেন, মাতৃদুগ্ধ নিশ্চিত করা জাতির মেধা বৃদ্ধির জন্য অপরিহার্য। বর্তমানে মাতৃদুগ্ধের হার ৬৫ শতাংশ থেকে ৫৮ শতাংশে নেমে এসেছে।

কর্মশালায় আরও বক্তব্য দেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক নাজমুল হোসেন, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এস কে রায় ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সারিয়া তাসনিম।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ’লীগ ২০১৪ সালের পর দেউলিয়া হয়ে গেছে : তথ্য উপদেষ্টা
আ’লীগ ২০১৪ সালের পর দেউলিয়া হয়ে গেছে : তথ্য উপদেষ্টা
ঘাট মানুষের সম্পদ, দখল হতে দেওয়া চলবে না: সাখাওয়াত
ঘাট মানুষের সম্পদ, দখল হতে দেওয়া চলবে না: সাখাওয়াত
বাংলাদেশের কূটনীতিতে ভারসাম্যই মূলনীতি: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের কূটনীতিতে ভারসাম্যই মূলনীতি: পররাষ্ট্র উপদেষ্টা