• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাফুফে নির্বাহী কমিটির সভা ২৩ আগস্ট

স্পোর্টস ডেস্ক    ১৮ আগস্ট ২০২৫, ০৮:১৭ পি.এম.
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। ছবি : ভিওডি বাংলা গ্রাফিক্স

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির চতুর্থ সভা আগামী শনিবার (২৩ আগস্ট) অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত এ সভায় আলোচ্যসূচির মধ্যে অন্যতম হলো গঠনতন্ত্র সংশোধন।

বাফুফে ইতোমধ্যে গঠনতন্ত্র সংস্কারের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছিল। কমিটি ফিফার সঙ্গে আলোচনা করে নতুন খসড়া তৈরি করেছে। এই খসড়া প্রতিবেদন শনিবারের সভায় উপস্থাপন করা হবে। নির্বাহী কমিটির অনুমোদনের পর এটি বার্ষিক সাধারণ সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য উঠবে।

গত বছর অক্টোবরে নির্বাচিত হওয়ার পর সভাপতি তাবিথ আউয়াল গঠনতন্ত্র সংস্কারের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছিলেন। ৯ নভেম্বরের সভায় তিন মাস মেয়াদি কমিটি গঠন করা হয়, যারা এবার খসড়া প্রস্তুত করেছে।

সভায় আলোচ্যসূচি

দেশের অন্যান্য ক্রীড়া সংগঠনগুলোর মধ্যে বিসিবি ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও গঠনতন্ত্র সংস্কারের উদ্যোগ নিয়েছিল। তবে বিসিবির সংস্কার উদ্যোগ সমালোচনার মুখে থেমে গেছে। অন্যদিকে বিওএ অনেকটা এগোলেও নভেম্বরে তাদের নির্বাচন নতুন গঠনতন্ত্রে নাকি পুরোনো গঠনতন্ত্রে হবে, তা এখনও অনিশ্চিত।

ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ রেফারিজ কমিটি এখনো গঠন হয়নি। মার্চে অনুষ্ঠিত তৃতীয় নির্বাহী সভায় এ বিষয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি। চার মাস পর আবারও বিষয়টি আলোচনায় আসছে।

সভায় ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের আয়-ব্যয়ের হিসাব, ২০২৪ সালের অডিট রিপোর্ট এবং জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদ প্রদত্ত ৫ কোটি টাকার হিসাবও উপস্থাপন করা হবে। আরও ৫ কোটি টাকা দেওয়ার কথা রয়েছে। অর্থ ব্যবহারে স্বচ্ছতা বজায় রাখতে এ চ্যাম্পিয়নশিপের জন্য আলাদা ব্যাংক হিসাব খোলার প্রস্তাব রয়েছে।

এ ছাড়া বাফুফের প্রকিউরমেন্ট পলিসি, ফিফা ফরোয়ার্ড ৩.০–এর সিএও সংযোজন এবং অন্যান্য বিষয়ও আলোচনায় আসবে। সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে সভার চিঠি পাঠিয়েছেন। এবারই প্রথম সদস্যদের অতিরিক্ত আলোচ্যসূচি প্রস্তাব করার সুযোগ দেওয়া হয়েছে।

সভাস্থল এখনও চূড়ান্ত হয়নি। তবে অধিকাংশ সদস্য চান এটি বাফুফে ভবনেই অনুষ্ঠিত হোক।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবর-রিজওয়ানহীন পাকিস্তান, এশিয়া কাপে নেতৃত্বে সালমান আগা
বাবর-রিজওয়ানহীন পাকিস্তান, এশিয়া কাপে নেতৃত্বে সালমান আগা
টানা ২ ম্যাচে উইকেটশূন্য সাকিব, ব্যাট হাতেও হতাশা
টানা ২ ম্যাচে উইকেটশূন্য সাকিব, ব্যাট হাতেও হতাশা
মাস্কের গ্রোককে হারিয়ে বাজিমাত চ্যাটজিপিটির নির্মাতাদের
মাস্কের গ্রোককে হারিয়ে বাজিমাত চ্যাটজিপিটির নির্মাতাদের