বিশ্বকাপ বাছাই
আর্জেন্টিনার শেষ দুই ম্যাচের প্রাথমিক দল ঘোষণা


২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ভেনিজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা তাদের প্রাথমিক দল ঘোষণা করেছে। দলে রয়েছেন লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজসহ তারকা ফুটবলাররা।
আগের দল থেকে বাদ পড়েছেন তিনজন ডিফেন্ডার ভ্যালেন্টিন বারকো, কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রইলো এবং দুই মিডফিল্ডার এনজো বারেনেচিয়া ও এনজো ফার্নান্দেজ।
দলে ফিরেছেন লিভারপুল মিডফিল্ডার ক্লাদিও এচেভেরি ও গঞ্জালো মন্টিয়েল। এছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা পালমেইরাস স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজও প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন। তরুণ মিডফিল্ডার অ্যালান ভারেলা এবং ডিফেন্ডার জুলিও সোলারও দলে রয়েছেন।
আগামী ম্যাচের সূচি:
৫ সেপ্টেম্বর: ভেনেজুয়েলা বনাম আর্জেন্টিনা
১০ সেপ্টেম্বর: ইকুয়েডর বনাম আর্জেন্টিনা
আর্জেন্টিনার প্রাথমিক দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ
ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুনিয়া, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ক্লাদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালিক্সেস ম্যাক আলিস্টার
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হোসে ম্যানুয়েল লোপেজ
ভিওডি বাংলা/ আরিফ