• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আজ শেষ হচ্ছে এইচএসসির লিখিত পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক    ১৯ আগস্ট ২০২৫, ০৯:০৫ এ.এম.
ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার লিখিত অংশ শেষ হচ্ছে আজ। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা। এর মাধ্যমেই শেষ হবে লিখিত পরীক্ষা।

এবারের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। নির্ধারিত সূচি অনুযায়ী ১০ আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও নানা অনাকাঙ্ক্ষিত কারণে কয়েক দফা পরীক্ষা স্থগিত হয়। প্রথমে জুলাইয়ের ভয়াবহ বন্যায় কুমিল্লা শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের কিছু পরীক্ষা পেছানো হয়। এরপর ১৭ জুলাই গোপালগঞ্জে সহিংস পরিস্থিতির কারণে তিন বোর্ডের পরীক্ষা স্থগিত হয়। সবশেষ ২১ ও ২৪ জুলাই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর সারা দেশে সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

স্থগিত হওয়া চারটি বিষয়ের পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে শেষ পরীক্ষা। ফলে নির্ধারিত সময়ের নয় দিন পিছিয়ে শেষ হলো এবারের এইচএসসি।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পরীক্ষার্থী ছিলেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। যা গতবারের চেয়ে ৮১ হাজারের বেশি কম। গত তিন বছরের মধ্যে এবার পরীক্ষার্থী সবচেয়ে কম।

এর মধ্যে- সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী: ১০ লাখ ৫৫ হাজারের বেশি (গতবারের চেয়ে প্রায় ৭৩ হাজার কম), মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিম পরীক্ষার্থী: ৮৬ হাজারের বেশি (প্রায় দুই হাজার কম), কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী: ১ লাখ ৯ হাজারের বেশি (প্রায় সাত হাজার কম)।

এ ছাড়া দুই বছর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করে উচ্চ মাধ্যমিকে ভর্তির পর নিবন্ধন করেও এবার সোয়া চার লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষা দেয়নি।

সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এ পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য শিক্ষা মন্ত্রণালয় ১৫ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।

ব্যবহারিক পরীক্ষা: লিখিত পরীক্ষা শেষ হলেও শিক্ষার্থীদের প্রস্তুতির চাপ এখনো শেষ হয়নি। আগামী ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। নির্ধারিত কেন্দ্রগুলোতে বিষয়ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ৩ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ব্যবহারিক পরীক্ষার নম্বর এন্ট্রি করে বোর্ডে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেসরকারি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ এই সপ্তাহেই
বেসরকারি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ এই সপ্তাহেই
ভর্তি বাতিল ও ছাড়পত্র পেতে মাদ্রাসা বোর্ডের নির্দেশনা
ভর্তি বাতিল ও ছাড়পত্র পেতে মাদ্রাসা বোর্ডের নির্দেশনা
হৃদপিণ্ডে টিউমার ও ফুসফুসে পানি জমেছিল
হৃদপিণ্ডে টিউমার ও ফুসফুসে পানি জমেছিল