• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিডিয়া কিছু বলছে মানেই সত্য নয়: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক    ১৯ আগস্ট ২০২৫, ১০:২১ এ.এম.
সারজিস আলম -ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘মিডিয়া কিছু বলছে মানেই সেটা সত্যি, এটা বিশ্বাস করা বোকামি।’

সোমবার (১৮ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লিখেন, ‘মিডিয়া অনেক ক্ষেত্রে যতটা না সত্যকে সার্ভ করে, তার চেয়ে বেশি ব্যক্তি, গোষ্ঠী, ব্যবসায়ী, রাজনৈতিক দল, মতাদর্শ কিংবা অ্যাজেন্ডার স্বার্থে কাজ করে। আগামীর বাংলাদেশে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে প্রকৃত অর্থে মিডিয়ার ভূমিকায় দেখতে চাই।’

অন্যদিকে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

দলীয় সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেওয়ার কারণেই মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাত খুঁজতো ক্যান্টিনে, হাঁস খোঁজে ওয়েস্টিনে: পার্থ
ভাত খুঁজতো ক্যান্টিনে, হাঁস খোঁজে ওয়েস্টিনে: পার্থ
‘আমি গৃহবন্দি’, ফেসবুকে জেডআই খান পান্না
‘আমি গৃহবন্দি’, ফেসবুকে জেডআই খান পান্না
শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন : নাহিদ ইসলাম
শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন : নাহিদ ইসলাম