• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেড় হাজার লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক    ১৯ আগস্ট ২০২৫, ১২:২০ পি.এম.
অধিনায়ক নাজমুল্লাহেল ওয়াদুদ-ছবি সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানিয়েছে, ৫ আগস্টের পর লুট হওয়া প্রায় দেড় হাজার অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। গত বছরের গণঅভ্যুত্থানের সময় পুলিশ সদস্যরা থানা ও স্টেশন ফেলে পালিয়ে যাওয়ায় এসব অস্ত্র লুট হয়েছিল।

র‌্যাব-২-এর উপ-অধিনায়ক নাজমুল্লাহেল ওয়াদুদ সোমবার (১৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানান, লুট হওয়া অস্ত্রগুলো কয়েকবার হাত বদল হওয়ায় উদ্ধারে দেরি হচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে অনেকে পরিস্থিতি উসকে দেওয়ার চেষ্টা করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ওয়াদুদ জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারে র‌্যাব নিরলস অভিযান চালাচ্ছে এবং আশা প্রকাশ করেন-বর্তমান তৎপরতায় অস্ত্রগুলো পুনরুদ্ধার সম্ভব হবে। তিনি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অপরাধ প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। ক্যাম্পের পরিচিত মাদক কারবারি বুনিয়া সোহেল ও চুয়া সেলিমকে একাধিকবার গ্রেপ্তার করা হলেও জামিনে মুক্তি পাওয়ার পর তারা আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

অন্যদিকে, র‌্যাব-১০ পৃথক দুটি ঘটনায় সংবাদ সম্মেলন করে জানিয়েছে-কেরানীগঞ্জে সৎ ছেলেকে হত্যার অভিযোগে পিতা আজহারুল সরদারকে এবং ফরিদপুরের ভাঙ্গায় বস্তাবন্দি লাশ উদ্ধার ঘটনায় প্রধান আসামি জহুরুল মুন্সী ওরফে সুলতান জহিরকে রোববার গ্রেপ্তার করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’
অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’
কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন
কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন
হাদির হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
হাদির হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার