অসুস্থ ছাত্রদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান


লক্ষ্মীপুরের জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সুলতান বাপ্পী দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে শয্যাশায়ী হয়ে পড়েছেন। ২০২১ সালে খালেদা জিয়ার সুস্থতার জন্য মিলাদ মাহফিল আয়োজনের পর বাপ্পীকে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলা-পিটুনিতে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়তে হয়। এরপর থেকে পরিবার তাকে শিকলবদ্ধ রেখে বাড়িতে রাখছিল।
সাম্প্রতিক সময়ে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার দায়িত্ব নেন। জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা বাপ্পীর বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানান। ভিডিও কলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনও তার সঙ্গে কথা বলেন।
নাছির উদ্দিন জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) বাপ্পীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হবে। তিনি আশা করেন, সঠিক চিকিৎসার মাধ্যমে বাপ্পী আবার স্বাভাবিক জীবনে ফিরে এসে আন্দোলন সংগ্রামে সক্রিয় হবেন।
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, ‘বাপ্পীর বিষয়টি গণমাধ্যমে সহযোগিতায় আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাবতীয় খোঁজখবর নিয়ে তাকে ঢাকায় এনে চিকিৎসা করানোর জন্য বলেছেন। এটি ইতিবাচক ঘটনা।
তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর আওয়ামী দুঃশাসনের কারণে, বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর যে-রকম হামলা করেছে, আপনারা অতীতে দেখেছেন-লক্ষ্মীপুরে গণতান্ত্রিক আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মী শহীদ ও আহত হয়েছেন। ছাত্রদলের নেতা বাপ্পী তার প্রমাণ। ঢাকায় এলে আমরা তার সম্পূর্ণ দেখাশোনা করব।
বাপ্পীও সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এবং পরিবারকে উপার্জনের সুযোগ দেওয়ার অনুরোধ করেছেন।
ভিওডি বাংলা/জা