• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডাসার উপজেলা ঘোষণার ৪ বছরেও হয়নি স্বাস্থ্য কমপ্লেক্স

মাদারীপুর প্রতিনিধি    ১৯ আগস্ট ২০২৫, ০৩:৫০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের ডাসার উপজেলা ঘোষণার ৪ বছর পেরিয়ে গেলেও নির্মিত হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী। অন্য জায়গায় চিকিৎসা নিতে গিয়ে বাড়ছে ব্যয়, ভোগান্তিও কমছে না। এরই মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে নির্ধারিত জায়গায় যৌথ তদন্ত সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসন বলছে, জমি অধিগ্রহণের পর শুরু হবে পরবর্তী প্রক্রিয়া।

সূত্র জানায়, ২০২১ সালের ২৬ জুলাই সচিবালয়ের নিকাবের সভায় মাদারীপুরের ডাসার উপজেলা ঘোষণা করা হয়। এরপর ২০২২ সালের ১৪ আগস্ট নিয়োগ দেয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু উপজেলা ঘোষণার চার বছর পেরিয়ে গেলেও এখনো স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ সম্ভব হয়নি। এতে চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন এলাকাবাসী।

সরেজমিন ঘুরে জানা যায়, নিজ উপজেলায় স্বাস্থ্যসেবা না পেয়ে নবগ্রামের বাসিন্দা মিজান শিকদার অসুস্থ বাবা আমির আলী শিকদারকে নিয়ে আসেন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শ্বাসকষ্ট ও বুকে ব্যথায় ভোগা এই ষাটোর্ধ্ব বৃদ্ধকে ভর্তি করান চিকিৎসক। এখানে আসতে যাতায়াতে যেমন ভোগান্তি পোহাতে হয়েছে, তেমনই পড়তে হয়েছে বিড়ম্বনায়ও।
 
একইভাবে জ্বরে আক্রান্ত স্ত্রী সবিতা গাইনকে নিয়ে ১২ কিলোমিটার সড়ক পেরিয়ে কালকিনিতে আসেন সুমন গাইন। এতে একদিকে অর্থের অপচয়, অন্যদিকে বেড়েছে কষ্ট। শুধু আমির আলী বা সবিতা গাইন নন, তাদের মতো অসুস্থ রোগীদের যানবাহনের অভাবে হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ায় বাড়ছে প্রাণহানিও।
 
কালকিনি উপজেলার কাজীবাকাই, ডাসার, নবগ্রাম, গোপালপুর ও বালিগ্রাম ইউনিয়ন নিয়ে গঠিত ডাসার উপজেলার আয়তন ৭৬ দশমিক ৮ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৭৫ হাজার ১৭৩ জন। জমি অধিগ্রহণের পর প্রকল্পের অনুমোদন, তারপর ভবন নির্মাণ এবং শেষে জনবল নিয়োগ, এতগুলো ধাপ পেরিয়ে ডাসারের মানুষ দ্রুত স্বাস্থ্যসেবা পাবে কিনা, সেটিই এখন বড় প্রশ্ন।
 
ডাসারের নবগ্রামের বাসিন্দা সুমন গাইন বলেন, আমার অসুস্থ স্ত্রীকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে। তাৎক্ষণিক যানবাহনও পাইনি। আমাদের ডাসার উপজেলা ঘোষণার চার বছর পেরিয়ে গেলেও একটি সরকারি হাসপাতাল হয়নি এটা খুবই দুঃখজনক।
 
কালকিনিতে সেবা নিতে আসা মিজান শিকদার বলেন, আমার বৃদ্ধ বাবাকে নিয়ে এসেছি কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বাড়ির কাছে যেখানে স্বাস্থ্যসেবা পাওয়ার কথা, সেখানে অন্য উপজেলায় গিয়ে এই সেবা নিতে হচ্ছে। এর চেয়ে কষ্ট আর কী হতে পারে।
 
মাদারীপুরের ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফ-উল-আরেফীন বলেন, ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণে কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিক পর্যায়ে জমি অধিগ্রহণের জন্য যৌথ তদন্ত হয়েছে। জমি অধিগ্রহণ শেষে পরবর্তী ধাপ শুরু হবে। তবে কবে পুরোপুরি হাসপাতাল নির্মাণ বাস্তবায়ন হবে, সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে আটক ৩৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
ভারতে আটক ৩৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
মাদকবিরোধী অভিযানে নেশা জাতীয় ইনজেকশনসহ আটক ১
মাদকবিরোধী অভিযানে নেশা জাতীয় ইনজেকশনসহ আটক ১
রাজবাড়ীতে শিশু খাদ্যে ভেজাল, প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে শিশু খাদ্যে ভেজাল, প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা