ডাকসু নির্বাচন:
মনোনয়নপত্র সময় বাড়ানোকে পক্ষপাতিত্বের দাবি শিবিরের


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় হঠাৎ একদিন বাড়ানোর ঘটনা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ।
মঙ্গলবার (১৯ আগস্ট) মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল যে তারা যেই তারিখ ঘোষণা করবেন, সেই তারিখ মেইনটেইন করে শিক্ষার্থীদের রায়কে প্রতিফলিত করবেন। কোনো ধরনের পূর্ব আলোচনা ছাড়াই সরাসরি সময় বাড়িয়ে দেওয়া- যখন বাকিরা মনোনয়নপত্র জমা দিয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণ করেছে-তা নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত নেওয়ার সামগ্রিক সুবিধা দেওয়া ছাড়া আর কিছুই নয়। এটা অত্যন্ত দুঃখজনক।
ফরহাদ আরও বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল ঘোষণা করা তারিখ মেনে চলা। কোনো পূর্ব আলোচনা ছাড়াই সময় বাড়ানো শিক্ষার্থীদের রায়কে প্রভাবিত করে এবং পক্ষপাতিত্বই প্রকাশ করে। আমরা চাই প্রশাসন সব শিক্ষার্থীর প্রতি সমান আচরণ করবে।”
ভিওডি বাংলা/জা