• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জেনেভা ক্যাম্প

শিশু শাহ আলম হত্যা মামলায় ২৬ আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক    ১৯ আগস্ট ২০২৫, ০৪:৩৮ পি.এম.
জেনেভা ক্যাম্পে শিশু শাহ আলম হত্যা মামলায় ২৬ আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সংগৃহীত ছবি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শিশু শাহ আলম হত্যা মামলায় ২৬ আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন— নাসির হোসেন নাশু, ফাইয়াজ হোসেন, রাসেল, হিরা, আল আমিন, জামিল, ফয়সাল হোসেন, গোলাম রসুল, মোস্তাক, সাইদ হোসেন, শুভ, রাকিব, সেলিম, শাওন, মাসুদ রানা, আকাশ, ইসতিয়াক, রাশেদ, রাজ, রাজিব, বশির, পাপ্পু, শাহ আলম, আজাদ হোসেন ও ফয়সাল হোসেনসহ আরও অনেকে।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে জেনেভা ক্যাম্পে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী গ্রুপগুলোর মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১১ আগস্ট বিকেলে দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রতিপক্ষরা। এ সময় বসিলা থেকে নানির সঙ্গে দেখা করতে আসা শিশু শাহ আলম হামলার শিকার হয়। চাপাতির কোপের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পিতা রুবেল ১৩ আগস্ট মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ আরও ৫০–৬০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে
শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে
পরিবর্তন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়
পরিবর্তন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়