• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বনানীর ‘সিসা বারে’ যুবক হত্যায় ৪ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক    ১৯ আগস্ট ২০২৫, ০৫:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী এলাকায় ‘সিসা বারে’ ছুরিকাঘাত করে রাহাত হোসেন রাব্বি (২১) নামে এক যুবককে হত্যা করার ঘটনায় চার আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে পাঠানো আসামিরা হলেন- মো. মীর হোসেন (২২), মো. ফজলে রাব্বী (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) ও আরাফাত ইসলাম ফাহিম (২৭)।

মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক মো. আমজাদ শেখ প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এর বিরোধিতা করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের তথ্যমতে, গত ১৪ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে বনানীর ‘৩৬০ ডিগ্রি’ নামের সিসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার ঘটনায় রাব্বির বাবা রবিউল আউয়াল বনানী থানায় মামলা দায়ের করেন।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাব্বি সিঁড়ি দিয়ে নামার সময় তিনজন প্রথমে তাকে ঘিরে ধরে হামলা চালায়। পরে একজন তাকে পেছন থেকে আঘাত করে এবং আরেকজন ডান হাতের কনুইতে ছুরিকাঘাত করে। এই ঘটনার পর পুলিশ মোট ছয়জনকে গ্রেফতার করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার যেসব এলাকায় আজ দোকানপাট ও মার্কেট বন্ধ
ঢাকার যেসব এলাকায় আজ দোকানপাট ও মার্কেট বন্ধ
ঢাকার আকাশ আংশিক মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
ঢাকার আকাশ আংশিক মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
রাজধানীর নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে মিলল ৩ লাশ
রাজধানীর নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে মিলল ৩ লাশ