মাদকবিরোধী অভিযানে নেশা জাতীয় ইনজেকশনসহ আটক ১


শেরপুরে এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ১৮ আগস্ট সোমবার দুপুর দেড়টার দিকে শেরপুর পৌরসভার নাগপাড়া প্রাইমারি স্কুলের পাশে বুপ্রেনরফিন ইনজেকশন গ্রহণ অবস্থায় মোঃ এনামুল মিয়া (৩৭) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া ওই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মোঃ এনামুল মিয়া শেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের দুর্গানারায়নপুর নাগপাড়া মহল্লার গাজী মিয়ার ছেলে।
জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর পৌরসভার নাগপাড়া প্রাইমারি স্কুলের পাশে অভিযান চালায়। এসময় মোঃ এনামুল মিয়াকে বুপ্রেনরফিন ইনজেকশন গ্রহণের সময় হাতেনাতে ধরে ফেলেন কর্মকর্তারা এবং তার কাছ থেকে বুপ্রেনরফিন ইনজেকশন ৬ এ্যাম্পুল উদ্ধার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। পরে মোঃ এনামুল মিয়াকে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
অভিযানকালে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ