• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে স্থানীয় অংশীদারদের সাথে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি    ১৯ আগস্ট ২০২৫, ০৬:২৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধানগুলি অন্বেষণ করার জন্য সম্মিলিত সমস্যা সমাধানকে উৎসাহিত করার জন্য স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ ও ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২ ঘটিকায় কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কাশেম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যাত্রাপুর ইউনিয়ন সমাজকর্মী শাহিনুর খাতুন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যাত্রাপুর কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক আব্দুর রশিদ, ব্যবসায়ী এরশাদুল হক, যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান, নুর ইসলাম, রতন চন্দ্র, অভিভাবকের পক্ষে লিলি বেগম, মর্জিনা বেগম প্রমুখ।

আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর খোরশেদুল ইসলাম ও সাগর ইসলাম। বক্তারা, বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।

ভিওডি বাংলা/রাব্বি রাশেদ পলাশ/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জবাবদিহিতামূলক প্রশাসন গড়তে চাই : সাভার ইউএনও
জবাবদিহিতামূলক প্রশাসন গড়তে চাই : সাভার ইউএনও
মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
সিরাজগঞ্জ জেলা কারাগারে আ.লীগের নেতা বাচ্চুর মৃত্যু
সিরাজগঞ্জ জেলা কারাগারে আ.লীগের নেতা বাচ্চুর মৃত্যু