• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি

নিজস্ব প্রতিবেদক    ১৯ আগস্ট ২০২৫, ০৬:৩৬ পি.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি। 

থাইল্যান্ডে ৭ দিনের চিকিৎসা শেষে দেশে ফিরে  মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের কাছে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ নির্বাচন চায়, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। 

এর আগে গত ১৩ আগস্ট চোখের অপারেশন পরবর্তী ফলোআপের জন্য সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ছাড়েন এই দম্পতি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা পরিষ্কার করেই বলেছি— পিআর পদ্ধতি কোনোভাবেই মেনে নেব না। কারণ পিআর পদ্ধতিতে এদেশের মানুষ অভ্যস্ত না; তারা বুঝেও না, ঠিকমতো জানেও না।

তিনি বলেন, কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে। পিআর পদ্ধতিতে আমরা অভ্যস্ত না কোনোদিন। এটা প্রশ্নই উঠতে পারে না।

বিএনপি মহাসচিব বলেন, আমার সরাসরি যে গণতান্ত্রিক অধিকার সে অধিকার তো বুঝে নিতে হয়। পিআর পদ্ধতিতে জনগণের যে অধিকার সেটার পুরোপুরি প্রয়োগ হবে না। সে জানেও না, ‍বুঝবেও কাকে ভোট দিচ্ছে। সুতরাং এটা গ্রহণযোগ্য না। 

সংস্কার নিয়ে তিনি বলেন, সেগুলো তাদের ব্যাপার। বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আছে, সেখান থেকে উদ্ধারের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। এবং সেটা একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, একটা সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন সবার কাম্য। তবে এটা ছাত্রদের ব্যাপার, তারাই ভালো বুঝবে। 

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চোখের চিকিৎসায় ব্যাংককে গেছেন মির্জা আব্বাস
চোখের চিকিৎসায় ব্যাংককে গেছেন মির্জা আব্বাস
মির্জা ফখরুল ব্যাংকক থেকে দেশে ফিরছেন
মির্জা ফখরুল ব্যাংকক থেকে দেশে ফিরছেন
কোনো নথিই সংবিধানের ওপরে হতে পারে না : সালাহউদ্দিন
কোনো নথিই সংবিধানের ওপরে হতে পারে না : সালাহউদ্দিন