পিআর নিয়ে ধুম্রজালের সৃষ্টি করা হচ্ছে- হাফিজ উদ্দিন

দেশের মানুষের জন্য যাদের কোনও ত্যাগ নেই, তারা নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেছেন, জামায়াত অদ্ভুত কথা বলছে, এরা তক্বে তক্বে আছে, এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না। একটা মৌলবাদী ব্যাকওয়ার্ড লুকিং রাষ্ট্রব্যবস্থা তৈরি করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করতে চায় এরা।
মঙ্গলবার ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমদ লেছেন, সংস্কার কার্যক্রমে বিএনপিকে বিরোধী পক্ষ বানানোর চেষ্টা চলছে। সংবিধান সংশোধনের একমাত্র অধিকার তাদেরই, যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়ে আসবে, অন্য কারও অধিকার নেই।
বিএনপির এ নেতা দাবি করেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা নতুন নতুন তত্ত্ব আনছে। পিআর নিয়ে ধুম্রজালের সৃষ্টি করা হচ্ছে। স্বাধীনতাবিরোধী ও সরকারের সৃষ্ট এমন দুইটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়।
ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, তাই অনেকে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না বলেও দাবি করেন হাফিজ উদ্দিন আহমদ। তার ভাষ্য, জনগণ বিএনপিকে ক্ষমতায় নিলে তাদের খেদমত করবে। আর নিত্য নতুন সিস্টেম দিয়ে নির্বাচনকে দূরে নেয়া চলবে না। এনসিপি, যারা সরকারের সৃষ্ট, যাদের নিবন্ধনই এখনও হয়নি, তারা বলছে নির্বাচন হতে দেয়া যাবে না।
ভিওডি বাংলা/ এমপি