• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনের আগে সাইবার হামলার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক    ১৯ আগস্ট ২০২৫, ০৮:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন, নির্বাচনের আগে বড় ধরনের সাইবার হামলা হতে পারে

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আর্থিক প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনারে তিনি এমন শঙ্কার কথা জানান।

তৈয়ব বলেন, নির্বাচনের আগে আর্থিক খাতসহ দেশের বিভিন্ন সেক্টরে বড় ধরনের সাইবার হামলা হ‌ওয়ার আশঙ্কা আছে। এ অবস্থায় তিনি সাইবার নিরাপত্তা নিয়ে সবাইকে নতুন করে ভাববার আহ্বান জানান।

বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (আইসিটি) বিভাগ থেকে এক চিঠিতে এমন সতর্কতার কথা জানানো হয়। এতে বলা হয়, আগামী দিনে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই), ব্যাংক, আর্থিক খাত, স্বাস্থ্যসেবা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। বিভিন্ন সূত্র থেকে এমন আশঙ্কার কথা উঠে এসেছে।
 
ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামীকাল মিলবে ‘ফ্রি ইন্টারনেট’
আগামীকাল মিলবে ‘ফ্রি ইন্টারনেট’
দুর্যোগের সময় ভুল তথ্য রোধে টিকটকের বিশেষ টুল
দুর্যোগের সময় ভুল তথ্য রোধে টিকটকের বিশেষ টুল
আপনার পাসওয়ার্ড সুরক্ষিত কি না জানিয়ে দেবে যে টুল
আপনার পাসওয়ার্ড সুরক্ষিত কি না জানিয়ে দেবে যে টুল