কুমারখালীতে সৈয়দ মাছউদ রুমীর ৩০তম মৃত্যু বার্ষিকী পালিত


কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সাবেক সংসদ সদস্য সৈয়দ মাছউদ রুমীর ৩০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৯ আগস্ট সন্ধ্যায় কুমারখালী বাসস্ট্যান্ডে জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক দলের সভাপতি কিয়াম বিশ্বাস ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের তত্বাবধায়নে উপজেলা শ্রমিক দলের আয়োজনে এ দোয়া মাহফিলে ধর্মীয় আলোচনা ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুস সালাম বিন ইউসুফ।
প্রসঙ্গত: সৈয়দ মাসউদ রুমী ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সৈয়দ মাছউদ রুমি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার কমলাপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পুত্র সৈয়দ মেহেদী আহমেদ রুমী একই আসনে জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রার্থী হয়ে ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
সৈয়দ মাসউদ রুমীর নামে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহা সড়কের কুমারখালীর গড়াই নদীর উপর সৈয়দ মাসউদ রুমি সেতু ও কুষ্টিয়াতে সৈয়দ মাসউদ রুমি ডিগ্রী কলেজ নাম করণ করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ