• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াত নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

ভিওডি বাংলা ডেস্ক    ১৯ আগস্ট ২০২৫, ০৯:৪৫ পি.এম.
জামায়াতে সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক্যান ইনস্টিটিউটের প্রতিনিধি দল। সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক্যান ইনস্টিটিউটের (আইআরআই) তিন সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আইআরআই প্রতিনিধি দলে ছিলেন সংস্থাটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা, উপপরিচালক ম্যাথিউ কার্টার ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।

জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।

বৈঠকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বিচার কার্যক্রম, রাষ্ট্রীয় সংস্কার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ত্র দিয়ে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাস করি না
অস্ত্র দিয়ে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাস করি না
চোখের চিকিৎসায় ব্যাংককে গেছেন মির্জা আব্বাস
চোখের চিকিৎসায় ব্যাংককে গেছেন মির্জা আব্বাস
মির্জা ফখরুল ব্যাংকক থেকে দেশে ফিরছেন
মির্জা ফখরুল ব্যাংকক থেকে দেশে ফিরছেন