• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রতিবাদে এনসিপি নেতা ডা. জাহিদুল বারী

স্বাস্থ্য উপদেষ্টার বক্তব্য চিকিৎসকদের জন্য অপমানজনক

নিজস্ব প্রতিবেদক    ১৯ আগস্ট ২০২৫, ১০:১৮ পি.এম.
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও এনসিপি নেতা ডা. জাহিদুল বারী। সংগৃহীত ছবি

বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডা. কামরুল ইসলামকে নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই বক্তব্যে তিনি দাবি করেন, দেশে ভালো ডাক্তার পাওয়া যাচ্ছে না, এমনকি ডাক্তাররা হার্ট সঠিকভাবে শনাক্ত করতেও পারছেন না। এজন্য তিনি অধ্যাপক কামরুল ইসলামকে অনুরোধ করেন, “তুমি আমাকে ভালো ডাক্তার তৈরি করে দাও।”

তবে স্বাস্থ্য উপদেষ্টার এ মন্তব্যকে দেশের চিকিৎসকদের জন্য অপমানজনক আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক, চিকিৎসক নেতা ও জুলাই বিপ্লবের সংগঠক ডা. জাহিদুল বারী।

বিবৃতিতে তিনি বলেন, “স্বাস্থ্য উপদেষ্টা যে দেশের চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অজ্ঞ, তার বক্তব্যে সেটিই স্পষ্ট হয়েছে। বাংলাদেশের চিকিৎসকরা সীমাহীন সংকট ও সমস্যার মধ্যেও দিন-রাত এক করে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। পৃথিবীর অন্য কোনো দেশের ডাক্তাররা এত প্রতিকূলতায় কাজ করেন না।”

তিনি আরও বলেন, “‘আমাকে ভালো ডাক্তার তৈরি করে দাও’—এমন বক্তব্য দিয়ে তিনি তার পদে থাকার বৈধতা হারিয়েছেন। কারণ, স্বাস্থ্যব্যবস্থা উন্নয়ন এবং দক্ষ চিকিৎসক তৈরির দায়িত্ব তারই। এই দায় অধ্যাপক কামরুল ইসলামের নয়। দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে তিনি তা চিকিৎসকদের ওপর চাপিয়ে দিচ্ছেন।”

আওয়ামী ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দুই দশকেরও বেশি সময় লড়াই করে আসা সাবেক ছাত্রনেতা ডা. জাহিদুল বারী স্বাস্থ্য উপদেষ্টাকে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার ও চিকিৎসকদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৫২ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৫২ জন
ডেঙ্গুতে আজও ১ জনের মৃত্যু
ডেঙ্গুতে আজও ১ জনের মৃত্যু
শেবাচিম হাসপাতালের সংস্কার আন্দোলনে মহাপরিচালকের সমর্থন
শেবাচিম হাসপাতালের সংস্কার আন্দোলনে মহাপরিচালকের সমর্থন