• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

থাইল্যান্ড থেকে ফিরে অসুস্থ ফখরুল, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক    ২০ আগস্ট ২০২৫, ০৯:২৩ এ.এম.
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ব্যাংকক থেকে ঢাকায় ফিরে ফখরুল গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। রাত সাড়ে ১১টা পর্যন্ত বৈঠক শেষে বাসায় ফেরার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। রাত ১টার দিকে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তাকে ভর্তি করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে চিকিৎসকরা জানান, তিনি এখন শঙ্কামুক্ত আছেন।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট চোখের চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান মির্জা ফখরুল। চিকিৎসা শেষে ছয় দিন পর মঙ্গলবার দেশে ফেরেন তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম হাসপাতালে ভর্তি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম হাসপাতালে ভর্তি
'পিলেট' অপসারণ করলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক রফিক
'পিলেট' অপসারণ করলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক রফিক
আমাদের দাবি এনশিউর করে নির্বাচন দিতে হবে : হামিদুর রহমান
আমাদের দাবি এনশিউর করে নির্বাচন দিতে হবে : হামিদুর রহমান