টপ নিউজ
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পটুয়াখালী প্রতিনিধি
২০ আগস্ট ২০২৫, ১২:১৯ পি.এম.


ছবি-ভিওডি বাংলা
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ দুর্বল হয়ে আসছে। তবে এর প্রভাবে আকাশে মেঘমালা তৈরি হওয়ার প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। এ কারণে পটুয়াখালীর পায়রা ও দেশের আরও তিনটি সমুদ্রবন্দর-চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলায়-৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সঞ্চালনশীল মেঘমালার কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দমকা/ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে হবে।
ভিওডি বাংলা/জা