• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত১, আহত ৬

নড়াইল প্রতিনিধি    ২০ আগস্ট ২০২৫, ১২:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

নড়াইলে দু’টি মোটরসাইকেল ও একটি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র অপু বিশ্বাস নিহত হয়েছে। অপু গোবরা গ্রামের নাতুরাম বিশ্বাসের ছেলে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন।  ১৯ আগস্ট মঙ্গলবার  দুপুরের দিকে  নড়াইল--খুলনা শিকিরহাট সড়কের মুচিদাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

তথ্যে যায় , অপু তার বন্ধু সাকিবকে নিয়ে মোটরসাইকেলযোগে শিকিরহাট যাচ্ছিল। এ সময় শিকিরহাট থেকে যাত্রী নিয়ে নড়াইলের দিকে আসছিল ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক নারায়ন বিশ্বাস। পথে মুচিদাহ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি  মোটরসাইকেল ও একটি ভ্যানের সাথে ত্রিমুখী সংঘর্ষে স্কুলছাত্র অপু নিহত হন। 

এছাড়া আহত সাকিব, নারায়ন, সুকদেব ও ভ্যানচালকসহ দুই যাত্রীকে খুলনা এবং যশোরে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ বিষয়ে নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহতদের ব্যাপারে অবগত হয়েছি। এ দুর্ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।


ভিওডি বাংলা/মাহফুজুর রহমান/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল