রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত
পুলিশের লাঠিচার্জে ১৫ শিক্ষক আহত


কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪/১৫ জন শিক্ষক আহত হয়েছেন।
বুধবার (২০ আগস্ট) সকাল ৬টায় উখিয়া-টেকনাফ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করলে এ ঘটনা ঘটে।
আন্দোলনরত শিক্ষকরা জানান, সকাল ৬টা থেকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া, কুতুপালং ও লম্বাশিয়া সড়কে তিনটি ভাগে ভাগ হয়ে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে। এ সময় উখিয়া থানা পুলিশ সদস্যরা তাদের আন্দোলনে বাধা দেন। একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে। এতে লাঠিচার্জে ১৪/১৫ জন শিক্ষক আহত হয়েছেন। আহতদের উখিয়া ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন বলেন, শিক্ষকরা আন্দোলনের নামে সড়ক অবরোধ করতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। জননিরাপত্তার কারণে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। এ সময় ৭/৮ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ