জামিন পেয়েও মুক্তি মিললো না সাবেক এমপি চয়নের


দীর্ঘ ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেও জেলগেট থেকে আবারও গ্রেপ্তার হলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলার মামলায় জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে এনায়েতপুরের ইয়াহিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে সিরাজগঞ্জ জেল সুপার এ.এস.এম. কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় শাহজাদপুরসহ সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি গভীর রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ির একটি বাসা থেকে স্ত্রীসহ চয়ন ইসলামকে আটক করা হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহজাদপুরে আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সেই থেকে তিনি সিরাজগঞ্জ জেলা কারাগারে ছিলেন।
প্রায় ছয় মাস পর, মঙ্গলবার উচ্চ আদালত থেকে তিনি ওই মামলায় জামিন লাভ করেন। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর সন্ধ্যায় তার মুক্তির প্রক্রিয়া শুরু হয়। কিন্তু মুক্তির ঠিক আগ মুহূর্তে তাকে কারাগারের ফটক থেকেই পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেল সুপার এ.এস.এম. কামরুল হুদা জানান, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম একটি মামলায় জামিন পেয়েছিলেন। কিন্তু তার বিরুদ্ধে এনায়েতপুর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার (ইয়াহিয়া হত্যা মামলা) পিটিশন দেওয়ায়, তাকে জেলগেট থেকে আইনানুযায়ী পুনরায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ