মহাখালীর সাততলা বস্তিতে আগুন


রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগুন লেগেছে। ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, মহাখালী সাততলা বস্তিতে আগুনের সংবাদ পাওয়া গেছে। তেজগাঁও থেকে ৮টি ইউনিট রওনা করেছে। ৩টি ইউনিট এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত।
রাকিবুল হাসান বলেন, রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে রাত ৩টা ৪০ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে সাতটি ইউনিট কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ভিওডি বাংলা/ এমএইচ