• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এশিয়া কাপ নিয়ে আশাবাদী লিটন-সিমন্স

স্পোর্টস ডেস্ক    ২০ আগস্ট ২০২৫, ০৪:০৯ পি.এম.
টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বিশ্বাস -ছবি সংগৃহীত

এশিয়া কাপকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। চলছে ফিটনেস ক্যাম্প, স্কিল অনুশীলন এবং নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শেষ হবে প্রস্তুতি পর্ব।

টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বিশ্বাস করেন, প্রতিশ্রুতি ও মনোযোগ থাকলেই সাফল্য আসবে। তিনি বলেন, ‍‘আমরা যদি প্রতিশ্রুতিবদ্ধ ও মনোযোগী হই, আমাদের ত্যাগ একদিন ফল বয়ে আনবেই।’

ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দলের পরিবেশ ও কোচদের অবদানকে গুরুত্ব দিয়ে বলেন, ‘স্থানীয় শক্তি কাজে লাগাতে পারলে খেলোয়াড়রা আরও উন্নতি করবে।’

প্রধান কোচ ফিল সিমন্স দলের সম্ভাবনা নিয়ে আশাবাদী। তার ভাষায়, ‘বাংলাদেশ দলে প্রতিভার অভাব নেই। পরিশ্রমও করছে সবাই। এখন প্রয়োজন একতা ও সঠিক দিকনির্দেশনা। লক্ষ্য এক করলে দীর্ঘমেয়াদে সাফল্য আসবেই।’

আগামী ৩০ আগস্ট নেদারল্যান্ডসের বিপক্ষে শুরু হবে প্রস্তুতি সিরিজ। এরপর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান, এরপর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুয়ারেজের জোড়া গোলে সেমিফাইনালে মায়ামি
সুয়ারেজের জোড়া গোলে সেমিফাইনালে মায়ামি
ভুটানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের
ভুটানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের
নেদারল্যান্ডসের বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
নেদারল্যান্ডসের বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা