• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৯ বিশ্ববিদ্যালয়

শুরু হচ্ছে জাতীয় নীতি প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক    ২০ আগস্ট ২০২৫, ০৪:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

'বাংলাদেশ ২.০: তারুণ্যের নেতৃত্বে আগামীর পথে' প্রতিপাদ্যে দেশের নয়টি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫ আয়োজন করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 

বুধবার (২০ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই প্রতিযোগিতা প্রথমবারের মতো আয়োজন বলে ১০টি প্রতিষ্ঠানকে নেয়া হয়েছে। বাজেট ১ কোটি ২০ লাখ টাকা। আগামী সেপ্টেম্বর মাসে প্রতিযোগিতা শেষ হবে।

সচিব জানান, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা প্রথমে ধারণাপত্র জমা দেবেন এবং সেখান থেক নির্বাচিত ধারণার পরিপ্রেক্ষিতে দলগুলো পূর্ণাঙ্গ নীতিপত্র প্রস্তুত ও উপস্থাপনা করবে। বিজয়ীদের পুরস্কৃত করার পাশাপাশি, তাদের নীতি প্রস্তাবগুলো সরকারিভাবে পলিসি প্রণয়নের ক্ষেত্রে বিবেচনায় নেয়ার সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি বলেন, রাষ্ট্রের নীতি নির্ধারণী বিষয়সহ রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে তারুণ্যের অন্তর্ভুক্তি ও অংশগ্রহণ অপরিহার্য। আমাদের কাঙ্ক্ষিত দীর্ঘমেয়াদি পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন নীতিগতভাবে অগ্রসর হওয়া। তরুণদের চিন্তাপ্রক্রিয়া, মননশীলতা এবং গবেষণাধর্মী সক্ষমতাকে সামনে রেখে এক নতুন পরিবর্তনের সূচনা করা সম্ভব আর সেটি হতে হবে রাষ্ট্রের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় তারুণ্যের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে।

যুব ও ক্রীড়া সচিব বলেন, এই প্রতিযোগিতা কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি আগামী প্রজন্মের নেতৃত্বে বিনিয়োগ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তরুণদের বুদ্ধিবৃত্তিক অংশগ্রহণই আমাদের রাষ্ট্রকে দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেবে এবং বাংলাদেশ ২.০-কে বাস্তবায়নের ভিত্তি গড়ে তুলবে।

নীতি প্রতিযোগিতার বিষয়গুলো হলো- (১) কৃষি, নদী এবং আমাদের উন্নয়নের গতিপথ, (২) গুজব মোকাবিলা, (৩) বর্ষা বিপ্লবের নারীদের ভূমিকা, (৪) রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ, (৫) বর্ষা বিপ্লবের যোদ্ধাদের ধারাবাহিকতা নির্মাণ, (৬) বর্ষা বিপ্লব, (৭) আমাদের তরুণ আমাদের ভবিষ্যত, (৮) জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা, (৯) দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা ও সাংস্কৃতিক সংযোগ এবং (১০) স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা।

ভিওডি বাংলা/ এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘যৌথ ঘোষণা’ স্বাক্ষরে  ৩৫টি মন্ত্রণালয়ের যে প্রতিশ্রুতি
‘যৌথ ঘোষণা’ স্বাক্ষরে ৩৫টি মন্ত্রণালয়ের যে প্রতিশ্রুতি
হাতি সংরক্ষণের জন্য সচেতনতা অপরিহার্য: রিজওয়ানা হাসান
হাতি সংরক্ষণের জন্য সচেতনতা অপরিহার্য: রিজওয়ানা হাসান
যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা
যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা