নেত্রকোণায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


নেত্রকোণায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় নেতা স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে বৃক্ষরোপন, পরিস্কার পরিচ্ছন্নতা ও নেত্রকোনা সদর হাসপাতালের সামনে ডাস্টবিন স্থাপন করেন।
বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় জেলা শহরের ছোটবাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রেরিত সদর উপজেলার দায়িত্ব প্রাপ্ত নেতা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি প্রচার সম্পাদক জাকির হোসেন জাকির এর নেতৃত্বে নেত্রকোনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়।
এর আগে দলীয় কার্যালয়ে নেত্রকোনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তপন খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুম মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ, যু্গ্ন সাধারন সম্পাদক আলমগীর কবীর রনি, ফরিদ আহমেদ,শহিদুল ইসলাম মিনু, আব্দুল হক জুয়েল, রাকিব আল মান্নান পিংকি সহ সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ হোসেন জনি, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ আতিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব জুয়েল মিয়া এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ