• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রৌমারীতে ব্যবসা শুরু ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২০ আগস্ট ২০২৫, ০৫:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রৌমারীতে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের নিয়ে দ্রুত আয়-বৃদ্ধিমূলক এবং ব্যবসা শুরু ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরের দিকে রৌমারী আরডিআরএস অফিস হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

চার দিনব্যাপী (১৮-২১ আগস্ট) এই প্রশিক্ষণ চলছে।  আয়োজন করেন চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্প ও আরডিআরএস বাংলাদেশ। আর্থিক ও কারিগরি সহায়তায় করেন, এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। উপস্থিত অথিতিণ বলেন, আয়-বৃদ্ধিমূলক কর্মকান্ডে অভিভাবকদের সম্পৃক্ত করা গেলে কিশোরীদের বাল্যবিবাহের ঝুঁকি কমে আসবে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা শুরু ও উন্নয়নের মাধ্যমে পরিবারগুলো স্বাবলম্বী হতে পারবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কামরুজ্জামান পাইকার। প্রশিক্ষণ পরিচালনা করেন আরডিআরএস সিএনবি প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর মো: শাহীনুর ইসলাম জীবন। এই কর্মশালায় ৩০ জন উপকারভোগী পরিবার প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে মাদক প্রতিরোধ কমিটির অভিযাত্রা শুরু
কুড়িগ্রামে মাদক প্রতিরোধ কমিটির অভিযাত্রা শুরু
পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন
পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন
নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত