স্বপ্ন চালু করল দেশের প্রথম সেলফ-চেকআউট কাউন্টার


দেশের বৃহত্তম রিটেইল চেইন ‘স্বপ্ন’ দেশের প্রথম সেলফ-চেকআউট কাউন্টার চালু করেছে। গুলশান-১ আউটলেটে ২০ আগস্ট ২০২৫ দুপুর ২টায় উদ্বোধন করা এই নতুন সেবার মাধ্যমে ক্রেতারা নিজে পণ্য স্ক্যান করে ভিসা বা মাস্টারকার্ড দিয়ে তাৎক্ষণিকভাবে পেমেন্ট করতে পারবেন, ক্যাশ কাউন্টারে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না।
এই প্রজেক্টটি স্বপ্নের তরুণ টেক টিমের উদ্যোগে তৈরি করা অ্যাপ্লিকেশন ব্যবহার করে বাস্তবায়ন করা হয়েছে। মাস্টারকার্ড, সানমি এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি কারিগরি সহায়তা প্রদান করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন-এর এমডি সাব্বির হাসান নাসির, প্রোডাক্ট ম্যানেজার রুকাইয়া রাফা, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, সানমির কান্ট্রি হেড সানিউল জাদিদ, ইস্টার্ন ব্যাংকের এম. খোরশেদ আনোয়ার, সফটওয়্যার ডেভেলপার মিরাজ অনিকসহ আরও অনেকে।
স্বপ্নের প্রোডাক্ট ম্যানেজার রুকাইয়া রাফা বলেন, ‘বাংলাদেশে প্রথম সেলফ-চেকআউট সিস্টেম তৈরি করতে পেরে আমরা গর্বিত। এটি প্রমাণ করে, আমাদের তরুণ প্রযুক্তিবিদরা বিশ্বের যে কোনো দেশের সমতুল্য উদ্ভাবনে সক্ষম।’
সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন সবসময় রিটেইলে নতুন কিছু উদ্ভাবনের দিকে এগিয়ে থাকে। তরুণ টিমের এই উদ্যোগ গ্রাহকদের বিশ্বমানের সুবিধা দেবে।’
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘স্বপ্নের সঙ্গে বাংলাদেশের গ্রোসারি রিটেইলে প্রথম সেলফ-চেকআউট চালু করতে পেরে আমরা আনন্দিত। এটি ডিজিটাল উদ্ভাবনকে আরও এগিয়ে নেবে।’
ইস্টার্ন ব্যাংকের এম. খোরশেদ আনোয়ার বলেন, ‘ডিজিটাল ব্যাংকিংয়ে আধুনিক পেমেন্ট সমাধান প্রদানে এই উদ্যোগ আমাদের অগ্রগতির প্রতিফলন’
উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের ইউএস কমার্শিয়াল সার্ভিসের কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্টও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গুলশানের পর দেশের অন্যান্য আউটলেটেও ধাপে ধাপে এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এছাড়া, মাস্টারকার্ড ব্যবহার করে ১,০০০ টাকা বা তার বেশি কেনাকাটায় কার্ডহোল্ডাররা পরিবেশবান্ধব শপিং ব্যাগ পাবেন।
ভিওডি বাংলা/জা