• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টাইফয়েড টিকা রেজিস্ট্রেশনের প্রক্রিয়া

ভিওডি বাংলা ডেস্ক    ২০ আগস্ট ২০২৫, ০৬:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

সারাদেশে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে শিশু-কিশোরদের টাইফয়েড টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযাী, ৯ মাস বয়স থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় পাঁচ কোটি শিশু-কিশোররা বিনামূল্যে পাবে টাইফয়েডের টিকা।

এক ডোজের ইনজেকটেবল এ টিকা তিন থেকে সাত বছর পর্যন্ত বহনকারীকে সুরক্ষা প্রদান করবে। আর গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় দেশে আনা হয়েছে এই টিকা। শিশু-কিশোরদের এ টিকা পাওয়ার জন্য অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া বাধ্যতামূলক।

এদিকে নতুন খবর হচ্ছে, অভিভাবকরা এখন ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন দিয়েই শিশু-কিশোরদের টাইফয়েডের টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে। টিকা গ্রহণের সময় এই কার্ড প্রদর্শন করতে হবে।

টিকা নিবন্ধনের ধাপগুলো:

প্রথম ধাপ:

প্রথমে ওয়েবসাইটে প্রবেশ: প্রথমে নিবন্ধনের জন্য ভিজিট করুন এই https://vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইট।

শিশুর জন্মতারিখ: দিন, মাস ও বছরের ঘর পূরণ করে নিন।

জন্ম নিবন্ধন সনদের নম্বর: শিশুর জন্ম নিবন্ধন সনদে থাকা ১৭ অংকের নম্বর ইংরেজি লিখুন।

লিঙ্গ নির্বাচন: নারী বা পুরুষ ঘরটি পূরণ করে নিন।

ক্যাপচা কোড পূরণ: প্রদর্শিত ক্যাপচা কোড লিখে তথ্য যাচাই করুন।

পরবর্তী ধাপ: পরের পেজে শিশু-কিশোরের মা-বাবার ফোন নম্বর, ই-মেইল (যদি থাকে), পাসপোর্ট নম্বর (ঐচ্ছিক) ও বর্তমান ঠিকানা লিখুন। এসব তথ্য সঠিকভাবে লেখা হলে ‘সাবমিট’ চাপুন।

ওটিপি যাচাই: এখন আপনার প্রদান করা ফোন নম্বরে আসা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) দিয়ে নিবন্ধনের প্রাথমিক প্রক্রিয়া শেষ করুন।


দ্বিতীয় ধাপ:

টিকা নির্বাচন: এবার টাইফয়েড টিকা বেছে নিন। তারপর দেখা যাবে- স্কুলে অধ্যয়নরত (নবম শ্রেণি পর্যন্ত) বা স্কুল বহির্ভূত শিশু (৯ মাস থেকে ১৫ বছরের কম)। উপযুক্ত অপশন নির্বাচন করুন।

ভ্যাকসিন কার্ড ডাউনলোড: নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে কার্ডটি ডাউনলোডের পর প্রিন্ট করে সংরক্ষণে রাখুন।

প্রসঙ্গত, টাইফয়েডের টিকাদান কর্মসূচি চলবে মোট ১৮ দিন। প্রথম ১০ দিন স্কুলে ক্যাম্পের মাধ্যমে দেয়া হবে। স্কুলে টিকা না দেয়া শিশুরা পরের ৮ দিন টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৫৭
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৫৭
বিদেশি বন্ধ্যাত্ব চিকিৎসকের অনুমোদনহীন কার্যক্রম বন্ধের দাবি
বিদেশি বন্ধ্যাত্ব চিকিৎসকের অনুমোদনহীন কার্যক্রম বন্ধের দাবি
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৬
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৬