• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডাকসুতে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

ঢাবি প্রতিনিধি    ২০ আগস্ট ২০২৫, ০৬:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আসন্ন নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিনে বুধবার বিকাল সাড়ে তিনটায় Beyond politics, beyond fear-DUCSU for brighter frontier (অপরাজনীতি ও ভয়ের ঊর্ধ্বে-উজ্জ্বল সম্ভাবনার ডাকসু) প্রতিপাদ্যে ২৭ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফর্ম জমা দেওয়ার পরে এক সংবাদ ব্রিফিংয়ে দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয়ক সম্পাদক পদে প্রার্থী ছাত্রনেতা আবু বকর সিদ্দিক পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন।

২৮ সদস্যের ডাকসুতে ২৭টি পদে প্রার্থিতা ঘোষণা করা হয়। আর গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জুলাই আন্দোলনের আহত প্রতীক সানজিদা আহমেদ তন্বী-র সম্মানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্বনির্ধারিত প্রার্থীকে প্রত্যাহার করা হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ “সচেতন শিক্ষার্থী সংসদ” নামে প্যানেল ঘোষণা করেছে। দলের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ডাকসুতে জিএস পদপ্রার্থী খায়রুল আহসান মারজান ব্যাখ্যা করে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাত্রেই সচেতন ও মেধাবী। আমরা সকলের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচনে অংশ নিচ্ছি।”

এবারের ডাকসু নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্যানেলের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে Beyond politics, beyond fear-DUCSU for brighter frontier (অপরাজনীতি ও ভয়ের ঊর্ধ্বে-উজ্জ্বল সম্ভাবনার ডাকসু)। এর ব্যাখ্যায় প্যানেলে ভিপি পদপ্রার্থী ছাত্রনেতা ইয়াসিন আরাফাত বলেন, “ঢাবিতে আমাদের ইতিহাস অপরাজনীতি ও ভয়ের। এই অপরাজনীতি ও ভয়ের পরিবেশ একটি শিক্ষায়তনিক প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিকশিত হতে পারেনি। ফলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বলতর হতে পারেনি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অপরাজনীতি ও ভয় দূর করতে কাজ করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করতে কাজ করব।”

ছাত্রনেতারা জানান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কালচারাল হেজেমনির অবসান চায়, ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে চায়। আবাসন ও খাবারের মান উন্নত করতে চায়। শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা বিস্তৃত ও উন্নত করতে চায়। গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, শিক্ষার্থীদের কর্মসংস্থানে ভূমিকা রাখতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর আন্তঃসংযোগ তৈরি করতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে পূর্ণ মান ও মর্যাদায় উন্নত করতে চায়। এই সংগ্রামে সকলের সহযোগিতা ও ভোট কামনা করেন প্যানেল নেতৃবৃন্দ।

এক প্রশ্নের জবাবে খায়রুল আহসান মারজান জানান, “আমাদের প্যানেল চূড়ান্ত। তবে বৃহত্তর স্বার্থে কোন কোন পদে পরিবর্তন আসতেও পারে।”

পূর্ণাঙ্গ প্যানেল তালিকা

১. ভিপি: ইয়াসিন আরাফাত
২. জিএস: খায়রুল আহসান মারজান
৩. এজিএস (অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি): সাইফ মোহাম্মদ আলাউদ্দিন

৪. স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: আবু বকর সিদ্দিক
৫. বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: জুয়াইরিয়া আখতার তামান্না
৬. কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মোসা. জাকিয়া আক্তার
৭. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মোহাম্মদ আলী
৮. সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মোহাম্মদ নাজমুল হাসান
৯. গবেষণা ও প্রকাশনা সম্পাদক: - (জুলাই আন্দোলনের আহত প্রতীক সানজিদা আহমেদ তন্বীকে সমর্থন জানিয়ে প্রার্থী দেওয়া হয়নি)
১০. ক্রীড়া সম্পাদক: ইয়াসিন আরাফাত
১১. ছাত্র পরিবহন সম্পাদক: মো. ইমরান মিয়া
১২. সমাজসেবা সম্পাদক: শাহরিয়ার আলম
১৩. ক্যারিয়ার ও উন্নয়ন সম্পাদক: মনসুরুল হক শান্ত
১৪. স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: মুঈনুল ইসলাম
১৫. মানবাধিকার ও আইন সম্পাদক: শাহরিয়ার জাবির

কার্যনির্বাহী সদস্যগণ

১৬. ফারুক হাওলাদার
১৭. মোসা. হাবিবা
১৮. ইলিয়াস তালুকদার
১৯. নূরুল জান্নাত মান্না
২০. ইকরামুল কবির
২১. মোহাম্মদ আফজাল হোসেন সিয়াম
২২. এরফান মোহাম্মদ
২৩. রিয়াদ হোসাইন
২৪. রেজাউল করিম
২৫. মোহাম্মদ ইমাদুল ইসলাম আকাশ
২৬. ইসমাইল হোসেন
২৭. সাদমান সাকিব
২৮. আজিজুল হাসান

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবিতে রোভার স্কাউটের তিনদিনব্যাপী তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান শুরু
ইবিতে রোভার স্কাউটের তিনদিনব্যাপী তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান শুরু
ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
বাকৃবিতে কৃষি গবেষকদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ কর্মশালা
বাকৃবিতে কৃষি গবেষকদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ কর্মশালা