• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দিল্লিতে মাথায় চুল গজানোর চেষ্টায় ঢাকার সাবেক এমপি

ভিওডি বাংলা ডেস্ক    ২০ আগস্ট ২০২৫, ০৮:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীসহ অনেক সংসদ সদস্য ভারতে পালিয়ে যান। তাদের কয়েকজনের বর্তমান জীবনযাত্রা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট  মঙ্গলবার (১৯ আগস্ট) একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

সেখানে উঠে এসেছে ঢাকার এক তরুণ সাবেক এমপির অভিজ্ঞতাও। তিনি জানিয়েছেন, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর হঠাৎ করেই ‘বেকার’ হয়ে পড়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি কলকাতায় গিয়ে নিউটাউনের একটি দুই বেডরুমের ফ্ল্যাটে একাই বসবাস শুরু করেন।

কোনো কাজকর্ম না থাকায় এ বছরের জানুয়ারিতে দিল্লিতে গিয়ে করিয়েছেন মাথায় চুল গজানোর চিকিৎসা- হেয়ার ট্রান্সপ্ল্যান্ট।

দ্য প্রিন্টের কাছে তিনি বলেন, “ঢাকা থেকে পালিয়ে আসার সময় আমার মাথার সামনের চুল অনেকটাই পড়ে গিয়েছিল। আমার স্ত্রী বহুদিন ধরেই বলছিলেন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে। কিন্তু আমি প্রথমবার এমপি হওয়ায় নির্বাচনী এলাকা ও কাজের চাপের কারণে সময় বের করতে পারিনি। অবশেষে সুযোগ পেলাম। কঠিন পরিস্থিতির মধ্যেও নতুন চুল ফিরে পাওয়া অবশ্যই ভালো লাগার মতো।”

দ্য প্রিন্ট-এর প্রতিবেদনে শুধু ওই তরুণ এমপিই নন, আরও কয়েকজন সাবেক মন্ত্রী-সংসদ সদস্যের বর্তমান জীবনযাত্রার কথাও উঠে এসেছে। সরাসরি কথা বলেছেন বাংলাদেশের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ আরাফাত। তিনি জানিয়েছেন, ভারতে আসার পর তিনি কীভাবে সময় কাটাচ্ছেন এবং কীভাবে আবার নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। একই প্রতিবেদনে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বর্তমান অবস্থা ও কর্মকাণ্ড সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইলন মাস্কের কাছে জেমিমা গোল্ডস্মিথের আবেদন
ইলন মাস্কের কাছে জেমিমা গোল্ডস্মিথের আবেদন
যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সন্দিহান জেলেনস্কি
যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সন্দিহান জেলেনস্কি
ব্রেস্ট ক্যান্সারের নতুন ভ্যাকসিন নিয়ে বিজ্ঞানীদের আশার আলো
ব্রেস্ট ক্যান্সারের নতুন ভ্যাকসিন নিয়ে বিজ্ঞানীদের আশার আলো