• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭

ভুটানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক    ২০ আগস্ট ২০২৫, ১০:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আসরে লাল-সবুজের দলটি উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভুটানকে হারিয়েছে ৩-১ গোলে। জোড়া গোল করেছেন ফরোয়ার্ড আলপি আক্তার, একটি গোল করেছেন সুরভী আকন্দ প্রীতি। ভুটানের একমাত্র গোলটি করেন রিনজিম দেমা ছোদেন।

প্রথমার্ধে আক্রমণের আধিক্য ছিল বাংলাদেশের বেশি। দুই স্ট্রাইকার সুরভী ও আলপি যেন সুযোগ হাতছাড়ার মহড়ায় বসেছিলেন। বাংলাদেশের প্রথম সুযোগ হাতছাড়া করেন আলপি, গোলকিপারের দৃঢ়তায় বেঁচে যায় স্বাগতিক দল। পরের সুযোগটি ছিল ভুটানের, বাংলাদেশ গোলকিপার মেঘলা রানী রায়ের জন্য রক্ষা মেলে।

প্রথমার্ধের ৪০ মিনিট পর্যন্ত সুরভী, আলপি ও উম্মে কুলসুম অন্তত আরও পাঁচটি সুযোগ পান। প্রতিবার ভুটান গোলকিপার কেলজাং ওয়াংমোর জন্য গোল হজম থেকে বেঁচে যায় সোনাম ছোদনের দল। ভুটান গোলকিপারের দৃঢ়তায় এসময় পর্যন্ত বেশকটি গোল থেকে বঞ্চিত হয় অর্পিতা বিশ্বাসের দল।

এরপর ৪২ মিনিটে সুরভী পেয়েছিলেন নিশ্চিত গোলের সুযোগ। সুযোগ হাতছাড়া করেন, বল বারে মারেন। পরের মিনিটে আলপি আক্তার আরেকটি সুযোগ পেলে বারের কিছুটা বাইরে দিয়ে মারেন। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগের মিনিটে সাফল্য পায় বাংলাদেশ। রাইট উইং আরিফা আক্তারের লং বলে হেডে গোল করেন সুরভী, ১-০তে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর আক্রমণে সফল বাংলাদেশ। ৫৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে আলপি আক্তারের দূরপাল্লার শট, টপকর্নার দিয়ে গোল আদায় করে নেন এ ফরোয়ার্ড। ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৬১ মিনিটে সফলতা পায় ভুটান, রিনজিম দেমার গোলে ২-১ ব্যবধান দাঁড়ায় ম্যাচে। ৬৫ মিনিটে বাংলাদেশের ব্যবধান ৩-১ করেন আলপি।

বাংলাদেশ তৃতীয় গোল করার পর আর কোন ভালো আক্রমণ শানাতে পারেনি। পরের মিনিটগুলোতে দুদলের কেউই আর ভালো আক্রমণ করতে পারেনি। ৩-১এ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষে ভারত, দুইয়ে বাংলাদেশ।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুয়ারেজের জোড়া গোলে সেমিফাইনালে মায়ামি
সুয়ারেজের জোড়া গোলে সেমিফাইনালে মায়ামি
নেদারল্যান্ডসের বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
নেদারল্যান্ডসের বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
এশিয়া কাপ নিয়ে আশাবাদী লিটন-সিমন্স
এশিয়া কাপ নিয়ে আশাবাদী লিটন-সিমন্স