• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পিআর বুঝি না, ভোট হবে ব্যালটে : শিমুল

নিজস্ব প্রতিবেদক    ২০ আগস্ট ২০২৫, ১০:৪১ পি.এম.
আমিরুজ্জামান খান শিমুল। ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল বলেছেন, ‘পিআর বুঝি না, ভোট হবে ব্যালটে। আমরা জনগণের ভোটে বিশ্বাসী।’

বুধবার (২০ আগস্ট) বিকেলে ঝিনাইদহের কোটচাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শিমুল বলেন, ‘দীর্ঘ ১৭ বছর হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েও আমরা রাজপথে ছিলাম।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির দেশ। সব ধর্ম-বর্ণের মানুষেরা এ দেশে শান্তিতে বসবাস করবে।’

আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, স্বেচ্ছাসেবক দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি সালাহউদ্দিন বুলবুল সিডল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  আবুল হোসেন।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব