টাইফয়েড টিকার নিবন্ধন এখন মোবাইলেই


আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে দেশব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি। এতে ৯ মাস থেকে ১৬ বছর বয়সী প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, মোবাইলের মাধ্যমেও সহজেই নিবন্ধন করা যাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় দেশে আনা হয়েছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV)। এটি এক ডোজের ইনজেকটেবল টিকা যা তিন থেকে সাত বছর পর্যন্ত টাইফয়েড থেকে সুরক্ষা দেবে। এই টিকা পেতে হলে অনলাইনে নিবন্ধন করা বাধ্যতামূলক।
নিবন্ধন প্রক্রিয়ার শুরুতে আপনার স্মার্টফোন থেকে এই লিঙ্কে প্রবেশ করুন: https://vaxepi.gov.bd/registration/tcv। পরে চাহিদা মাফিক তথ্য যেমন- আপনার শিশুর জন্মতারিখ (দিন, মাস ও বছর) এবং ১৭ অঙ্কের জন্ম নিবন্ধন সনদের নম্বর ইংরেজিতে লিখতে হবে।
এরপর লিঙ্গ নির্বাচন করে প্রদর্শিত ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করুন। পরের পাতায় যোগাযোগের স্থানে আপনার মোবাইল নম্বর, ই-মেইল (ঐচ্ছিক), পাসপোর্ট নম্বর (ঐচ্ছিক) এবং বর্তমান ঠিকানা দিয়ে ‘সাবমিট’ বোতাম চাপুন।
এসময় আপনার দেওয়া মোবাইল নম্বরে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) ভেরিফিকেশন আসবে। নির্দিষ্ট স্থানে তা বসিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করুন।
এবার টাইফয়েড টিকা বেছে নিন এবং দুটি অপশনের মধ্যে একটি নির্বাচন করুন। ‘স্কুলে অধ্যয়নরত (নবম শ্রেণি পর্যন্ত)’ অথবা ‘স্কুল বহির্ভূত শিশু (৯ মাস থেকে ১৫ বছরের কম)’।
সফলভাবে নিবন্ধন সম্পন্ন হলে আপনি একটি ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে পারবেন। এই কার্ডটি প্রিন্ট করে টিকা নেওয়ার সময় সাথে নিয়ে যেতে হবে।
এই বিশেষ টিকাদান কর্মসূচি মোট ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন নির্ধারিত স্কুলগুলোতে টিকাদান ক্যাম্প করা হবে। যারা স্কুলে টিকা নিতে পারবে না, তাদের জন্য পরের ৮ দিন টিকাদান কেন্দ্রগুলোতে টিকা প্রদানের ব্যবস্থা থাকবে।
ভিওডি বাংলা/জা