আলোকধারা যুব সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত


গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার অন্তর্গত সাঘাটা ইউনিয়ন ও মুক্তিনগড় ইউনিয়নে আলোকধারা যুব সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে- কচুয়াহাট উচ্চ বিদ্যালয়, খামার ধনারুহা দাখিল মাদ্রাসা ও ফাকা স্থানে গাছের চাড়া রোপণ করা হয়। এসব গাছের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির ফল, শোভাবর্ধনকারী বিভিন্ন গাছ।
স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয় সার্বিক সহযোগিতায় ও নিজস্ব অর্থায়নে তাদের এই উদ্যোগ। সাঘাটা থানা জুড়ে বৃক্ষ নিধন রোধ এবং সবুজ নগরায়ন তৈরিতে স্বেচ্ছাশ্রমে তারা কাজ করে যাবে বলে জানান সংগঠনের সদস্যরা। বৃক্ষরোপনসহ মানুষের মধ্য সচেতনতা বৃদ্ধিতে প্রতিষ্ঠার পর থেকে কাজ করে যাচ্ছে " আলোজধারা যুব সংগঠন"।
আলোকধারা যুব সংগঠনের- উপদেষ্টা: মোঃ সরোয়ার হোসেন, ও সংগঠনের সদস্য- মোন্তাছিরুল ইসলাম নাহিদ, ইমন মিয়া, প্লাবন, সোলাইমান জিহাদ, আল আমিন । এছাড়াও আর ও উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্যবৃন্দ।
এদিকে বৃক্ষরোপণ কর্মসূচিতে যারা সরাসরি ও আর্থিক ভাবে সহায়তা প্রদান করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে ভ্রমণ সংগঠন গুলোকে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানান।
ভিওডি বাংলা/ এমএইচ