• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রৌমারীতে বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২১ আগস্ট ২০২৫, ০৪:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ মেনে চলি, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় উপজেলার যাদুরচর ইউনিয়ন ফেডারেশন অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্পের সভাপতি নাসির হোসেন নিলয়। সভায় বক্তারা বাল্যবিবাহের কুফল তুলে ধরে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, অল্প বয়সে বিয়ে দিলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, সেই সাথে শিক্ষা ও আলোকিত ভবিষ্যৎ থেকেও বঞ্চিত হয়।

অনুষ্ঠানের আয়োজন করে যাদুরচর যুব সমাজ কল্যাণ সংগঠন, রৌমারী, কুড়িগ্রাম। এতে সহযোগিতা করে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ। আয়োজকরা জানান,এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসীকে সম্পৃক্ত করে একটি বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা আফছার আলী আঙ্গুর, উপজেলা যুব উন্নয়ন সহকারি কর্মকর্তা আপেল মাহমুদ, যাদুরচর ইউপি সদস্য ও ফেডারেশন সভাপতি হযরত আলী, ইউপি সদস্য ময়নাল হক, অভিভাবক মজিবুর রহমান, সংগঠনের কোষাধ্যক্ষ মায়শা আক্তার মিমসহ আরও অনেকে।  

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শালীহর গণহত্যা দিবসে স্বেচ্ছাশ্রমে বধ্যভূমি পরিষ্কার
শালীহর গণহত্যা দিবসে স্বেচ্ছাশ্রমে বধ্যভূমি পরিষ্কার
তাড়াশে দেড় বছরেও শেষ হয়নি ব্রিজ নির্মাণের কাজ
তাড়াশে দেড় বছরেও শেষ হয়নি ব্রিজ নির্মাণের কাজ
বিএনপির হট্টগোলে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ স্থগিত
বিএনপির হট্টগোলে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ স্থগিত