• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিসিবি সভাপতি এইচপি-নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন

স্পোর্টস ডেস্ক    ২১ আগস্ট ২০২৫, ০৫:২৪ পি.এম.
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল-ছবি সংগৃহীত

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে ৬ আগস্ট শুরু হয়েছিল বাংলাদেশ নারী দলের বিশেষ ফিটনেস ক্যাম্প। ঢাকায় স্কিল অনুশীলনের পর ক্রিকেটাররা এখন সিলেটে নেদারল্যান্ডস সিরিজের প্রস্তুতি নিচ্ছেন।

ঢাকা ছাড়ার আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ‘শেয়ার এবং কেয়ার’ শিরোনামের বৈঠকে বসেছিলেন মিরাজ-শান্তরা। সেদিন ক্রিকেটাররা বোর্ড সভাপতিসহ পরিচালকদের সঙ্গে নিজেদের মতামত ভাগ করেছিলেন। এবার একই ধরণের বৈঠক হতে পারে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের সঙ্গে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে বৈঠকটি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকেরও পরিকল্পনা রয়েছে, যা ইংল্যান্ড সফরের আগে হতে পারে।

বর্তমানে বিকেএসপিতে তিন দলীয় অনুশীলন ম্যাচ খেলছে নিগার সুলতানা জ্যোতিরা। টুর্নামেন্ট শেষ হবে ২৮ আগস্ট। এরপরই নারী ক্রিকেটারদের সঙ্গে বসবেন বিসিবি সভাপতি। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে প্রতি তিন মাস পরপর এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুটানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের
ভুটানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের
নেদারল্যান্ডসের বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
নেদারল্যান্ডসের বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
এশিয়া কাপ নিয়ে আশাবাদী লিটন-সিমন্স
এশিয়া কাপ নিয়ে আশাবাদী লিটন-সিমন্স