ওয়াটার বাস
হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা


বেতন–ভাতা বাড়ানোর দাবিতে কর্মবিরতি শুরু করেছেন হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি পরিচালনায় যুক্ত কর্মীরা। এতে চার দিন ধরে রাজধানীর এই গুরুত্বপূর্ণ নৌপথে ট্যাক্সি চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন নিয়মিত যাত্রীরা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) হাতিরঝিলের গুলশান (গুদারাঘাট), রামপুরা, পুলিশ প্লাজা ও এফডিসি ঘাট ঘুরে দেখা গেছে, সব জেটি ও কাউন্টার বন্ধ। যাত্রীরা আসলেও ট্যাক্সি না পেয়ে ফিরে যাচ্ছেন।
ওয়াটার ট্যাক্সির কর্মী সাজেদুর রহমান জানান, প্রায় ৬০ জন কর্মী এই সেবার সঙ্গে যুক্ত। বেতন বাড়ানোর দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন। দাবি না মানা পর্যন্ত কাজে ফেরার কোনো পরিকল্পনা নেই।
পরিচালনাকারী প্রতিষ্ঠান করিম গ্রুপের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সোমবার থেকে কর্মীরা ট্যাক্সি বন্ধ রেখেছে। সমস্যার সমাধানে কোম্পানির পক্ষ থেকে আলোচনার চেষ্টা চলছে।
হাতিরঝিলে বর্তমানে ১৫টি ওয়াটার ট্যাক্সি চলাচল করে, যেগুলোর ওপর প্রতিদিন প্রায় ২০ হাজার যাত্রী নির্ভরশীল। সেবা বন্ধ থাকায় তাদের দুর্ভোগ বেড়েছে।
গুলশান ঘাটে আসা এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাড্ডা থেকে কারওয়ানবাজারে যাতায়াতের জন্য প্রতিদিন ওয়াটার ট্যাক্সি ব্যবহার করি। কিন্তু চারদিন ধরে বন্ধ থাকায় এখন যানজটে ঘণ্টার পর ঘণ্টা নষ্ট হচ্ছে।”
রামপুরা ঘাটে ফিরে যাওয়া আরেক যাত্রী বলেন, “আগে থেকে জানলে আসতাম না। প্রতিদিন অসংখ্য যাত্রী এভাবে ভোগান্তিতে পড়ছেন।”
এর আগে দেড় মাস আগে করিম গ্রুপ ইজারার ভাড়া বকেয়া রাখায় পাঁচ দিন ওয়াটার ট্যাক্সি চলাচল বন্ধ ছিল। পরে ভাড়া পরিশোধের পর পুনরায় চালু হয় সেবা।
ভিওডি বাংলা/ আরিফ