• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল

নিজস্ব প্রতিবেদক    ২২ আগস্ট ২০২৫, ০৯:৩৫ এ.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মাণাধীন ফ্ল্যাটের সাময়িক বরাদ্দ বাতিল করেছে বোর্ড। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর সেতু বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংস্থাটির ১১৫তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন বোর্ড চেয়ারম্যান ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এতে নির্বাহী পরিচালক ও সদস্য সচিব আলোচ্যসূচি উপস্থাপন করেন এবং ১১৪তম সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন।

এ সময় আবাসন প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ফ্ল্যাট নির্মাণ ও বরাদ্দের অভিযোগ সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়, অনুমোদিত নকশা ও নিয়ম অনুসরণ না করে বরাদ্দ প্রদানের প্রক্রিয়াটি ছিল অনিয়মতান্ত্রিক।

তদন্ত কমিটির সুপারিশের আলোকে বোর্ড নির্মাণাধীন ২৭০টি ফ্ল্যাটের সাময়িক বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেয়। সভায় বোর্ডের সদস্যরা সরাসরি ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী
গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ
প্রতিটি ভোটকেন্দ্রে ৩ অস্ত্রধারীসহ ১৩ আনসার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রতিটি ভোটকেন্দ্রে ৩ অস্ত্রধারীসহ ১৩ আনসার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা