অফিসিয়ালি লঞ্চ হলো গুগল পিক্সেল ১০ সিরিজ


প্রযুক্তিপ্রেমীদের জন্য বাজারে এসেছে গুগলের নতুন স্মার্টফোন সিরিজ-গুগল পিক্সেল ১০ (Google Pixel 10)। কয়েক সপ্তাহের টিজার ও ফাঁস হওয়া তথ্যের পর বুধবার (২০ আগস্ট) বিশ্বব্যাপী ‘মেড বাই গুগল’ ইভেন্টে এটি অফিসিয়ালি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
সিরিজে রয়েছে-গুগল পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল এবং পিক্সেল ১০ প্রো ফোল্ড। পাশাপাশি এসেছে পিক্সেল ওয়াচ ৪ ও পিক্সেল বাডস ২এ। সব ডিভাইসেই গুগলের জেমিনি এআই ফিচারের বিস্তৃত ব্যবহার থাকছে। উল্লেখযোগ্যভাবে, পিক্সেল ১০ সিরিজ হলো গুগলের প্রথম লাইনআপ যেখানে সব মডেলেই ট্রিপল ক্যামেরা সিস্টেম রয়েছে।
গুগল পিক্সেল ১০
সিরিজের সবচেয়ে সাশ্রয়ী মডেল হলেও ফিচারে কম নয়। এতে রয়েছে গুগলের সর্বশেষ টেনসর জি৫ চিপ, উন্নত অন-ডিভাইস অনুবাদ ও জেমিনি লাইভ ফিচার। ৬.৩ ইঞ্চির উজ্জ্বল ও মসৃণ ডিসপ্লের পাশাপাশি ডুয়েল-ক্যামেরা সিস্টেমকে আরও শক্তিশালী করা হয়েছে। দাম শুরু ৭৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৬,৯৫৩ টাকা)।
গুগল পিক্সেল ১০ প্রো
এটি সিরিজের সবচেয়ে ভারসাম্যপূর্ণ মডেল। ৬.৩ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, টেকসই ডিজাইন ও ট্রিপল-লেন্স ক্যামেরা সেটআপ (ওয়াইড, আল্ট্রা-ওয়াইড ও ৫এক্স টেলিফটো) যুক্ত হয়েছে। এআই-ভিত্তিক ফিচারের মধ্যে রয়েছে জেমিনি লাইভ ও কনটেক্সট-অ্যাওয়ার সাজেশন। দাম শুরু ৯৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২১ হাজার ২২২ টাকা)।
গুগল পিক্সেল ১০ প্রো এক্সএল
৬.৮ ইঞ্চির কিউএইচডি+ ডিসপ্লে, বেশি র্যাম, উন্নত ব্যাটারি ও ভিডিও স্টেবিলাইজেশন সুবিধা যুক্ত হয়েছে এতে। দাম শুরু ১,১৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪৫ হাজার ৪৯১ টাকা)।
গুগল পিক্সেল প্রো ফোল্ড
সিরিজের ফোল্ডেবল মডেল। ভেতরে ৮ ইঞ্চি ও বাইরে ৬.৪ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে থাকছে। ট্রিপল ক্যামেরা সিস্টেমে যুক্ত হয়েছে ৫এক্স টেলিফটো লেন্স। ফোল্ডেবল ফোনের মধ্যে এটি প্রথম ওয়াটারপ্রুফ মডেল। দাম ১,৭৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ১৮ হাজার ২৯৭ টাকা)।
পিক্সেল ওয়াচ ৪
১০% বড় ও প্রায় বেজেললেস ডিসপ্লে (৩,০০০ নিটস পর্যন্ত উজ্জ্বলতা) থাকছে এতে। ১৫ মিনিটে ৫০% চার্জ করার সুবিধা এবং এআই সমৃদ্ধ স্বাস্থ্য পর্যবেক্ষণ ফিচার যুক্ত হয়েছে।
পিক্সেল বাডস ২এ
এন্ট্রি-লেভেল ইয়ারবাড হলেও উন্নত নয়েজ ক্যানসেলেশন ও জেমিনি লাইভ ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার রয়েছে। দাম ১২৯.৯৯ ডলার।
ডিজাইন ও পারফরম্যান্স
সব মডেলেই টাইটানিয়াম ফ্রেম, ম্যাট গ্লাস ব্যাক ও কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ সুরক্ষা ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে সর্বোচ্চ ৩,০০০ নিট উজ্জ্বলতা এবং ১৪৪ হার্জ রিফ্রেশ রেট সমর্থন করবে।
ক্যামেরা
পিক্সেল ১০-এ থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং ১০.৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। প্রো মডেলগুলোতে যুক্ত হয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ও ৪৮ মেগাপিক্সেল টেলিফটো। নতুন ফিচারের মধ্যে আছে অ্যাস্ট্রোফটোগ্রাফি ২.০ এবং উন্নত লো-লাইট পারফরম্যান্স।
ব্যাটারি ও চার্জিং
পিক্সেল ১০-এ ৪,৮০০ এমএএইচ, প্রো-তে ৪,৮৭০ এমএএইচ এবং ফোল্ড মডেলে ৫,০১৫ এমএএইচ ব্যাটারি থাকছে। সব মডেলই ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, ওয়্যারলেস ও রিভার্স চার্জিং সমর্থন করবে।
গুগল জানিয়েছে, পিক্সেল ১০ সিরিজ এবং অন্যান্য ডিভাইস ২৮ আগস্ট থেকে বাজারে পাওয়া যাবে।
ভিওডি বাংলা/জা