• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ২২ আগস্ট ২০২৫, ১১:৫১ এ.এম.
জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে অ্যান্ড্রুজ প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন, বিশেষ করে রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক অজেন্ডায় আনা এবং ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগের জন্য। তিনি বাংলাদেশকে রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তায় উদারতার জন্য ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন, আর্থিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গাদের স্বাস্থ্য ও শিক্ষা সেবা প্রভাবিত হচ্ছে এবং পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার জন্য অ্যান্ড্রুজের সহযোগিতা কামনা করেন। 

অ্যান্ড্রুজ আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট অংশীদারদের যৌথ প্রচেষ্টায় দ্রুত ও টেকসই সমাধান সম্ভব, এবং বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য উৎসাহিত করেন। তিনি সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারে অনুষ্ঠিত রোহিঙ্গা সংলাপে অংশ নেবেন, যা প্রধান উপদেষ্টা উদ্বোধন করবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকব না :প্রধান উপদেষ্টা
পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকব না :প্রধান উপদেষ্টা
নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে ইসি
নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে ইসি
পাকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন
পাকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন