• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘খ’ ইউনিটে আসনপ্রতি লড়বেন ৬ জন

নিজস্ব প্রতিবেদক    ২২ আগস্ট ২০২৫, ১২:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর সাতটি সরকারি কলেজকে কেন্দ্র করে গঠিত প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ বা ‘খ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসন।

এই ইউনিটে ৪৪৯৮ আসনের বিপরীতে আবেদন করেছে ২৪,০৯৪ জন শিক্ষার্থী। ফলে আসন প্রতি লড়বেন প্রায় ৬ জন শিক্ষার্থী। এর মধ্যে পূর্বে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চেয়ে রিফান্ড আবেদন করা শিক্ষার্থীর সংখ্যা ৮৯০ জন।

আরও পড়ুন: সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আজ

শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘন্টা সময় ধরে চার বছর মেয়াদী অনার্স কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভিত্তিতে পরীক্ষা হবে। বাংলা ও ইংরেজিতে ৫০ নম্বর এবং সাধারণ জ্ঞানে ৫০ নম্বরের প্রশ্ন থাকবে। মেধা তালিকা নির্ধারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলও ২০ নম্বরের হিসেবে বিবেচনা করা হবে।

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‍‘পরীক্ষা কেন্দ্রগুলোর নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরাও স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করবেন। আমরা আশাবাদী, প্রথমবারের মতো অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’

পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজে। কেন্দ্রগুলোর তত্ত্বাবধান করবেন অন্তর্বর্তীকালীন প্রশাসন ও ইউজিসি প্রতিনিধি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪১ হাজার ৬২৭ শিক্ষক নিয়োগের সুপারিশ
৪১ হাজার ৬২৭ শিক্ষক নিয়োগের সুপারিশ
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ফেনী ইউনিভার্সিটিতে শাটডাউন কর্মসূচি
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ফেনী ইউনিভার্সিটিতে শাটডাউন কর্মসূচি
আকরাম: ডাকসুতে গুপ্ত প্যানেল বয়কট করবে শিক্ষার্থীরা
আকরাম: ডাকসুতে গুপ্ত প্যানেল বয়কট করবে শিক্ষার্থীরা