• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মামলা থেকে অব্যাহতি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

আন্তর্জাতিক ডেস্ক    ২২ আগস্ট ২০২৫, ০১:১১ পি.এম.
প্রধানমন্ত্রী ও বিলিয়নিয়ার থাকসিন সিনাওয়াত্রা

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও বিলিয়নিয়ার থাকসিন সিনাওয়াত্রা উচ্চপর্যায়ের এক মামলায় অব্যাহতি পেয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) ব্যাংককের আদালত ঘোষণা করেছে, প্রমাণের অভাবে তার বিরুদ্ধে দায়ের করা রাজকীয় মানহানির (লেজ-ম্যাজেস্ট) আইন লঙ্ঘনের মামলা খারিজ করা হয়েছে।

আদালত থেকে বেরিয়ে আসার সময় থাকসিন হাসিমুখে সাংবাদিকদের জানান, “মামলাটি খারিজ করা হয়েছে।” তার আইনজীবী উইনিয়াত চ্যাটমন্ট্রিও বলেন, “উপস্থাপিত প্রমাণ অপর্যাপ্ত হওয়ায় আদালত অভিযোগ খারিজ করেছে।”

৭৬ বছর বয়সী থাকসিনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, ২০১৫ সালে বিদেশী সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি থাইল্যান্ডের কঠোর লেজ-ম্যাজেস্ট আইন লঙ্ঘন করেছেন। সেই সাক্ষাৎকারে তিনি ২০১৪ সালে তার বোন ইংলাক সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রী পদ থেকে উৎখাত করা সামরিক অভ্যুত্থানের বিষয়ে মন্তব্য করেছিলেন। থাকসিন অভিযোগ অস্বীকার করেছেন এবং দেশটির রাজার প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

বিতর্কিত এই আইনের অধীনে সাম্প্রতিক বছরগুলোতে ২৮০টির বেশি মামলা হয়েছে, যেখানে থাকসিনের মামলা ছিল সর্বোচ্চ পর্যায়ের। সমালোচকরা বলছেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের চুপ করাতে আইনটি অপব্যবহৃত হয়েছে, তবে রাজতন্ত্রবাদীরা এটিকে রাজমুকুট রক্ষার জন্য প্রয়োজনীয় মনে করেন।

অবসরকালীন থাকার পরও এবং ২০২৩ সালে দেশে ফেরার পরও থাইল্যান্ডের রাজনীতিতে থাকসিন প্রধান শক্তি হিসেবে রয়ে গেছেন। তবে তার পরিবারের রাজনৈতিক ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তার মেয়ে এবং বর্তমান প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা আগামী সপ্তাহে আদালতের রায়ের মুখোমুখি হবেন, যা তার পদ থেকে বরখাস্তের কারণ হতে পারে।

সেপ্টেম্বরেও থাকসিন আরও একটি গুরুত্বপূর্ণ আইনি পরীক্ষার মুখোমুখি হবেন। সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে, ক্ষমতার অপব্যবহার এবং স্বার্থের সংঘাতের অভিযোগে ২০২৪ সালে তাকে হাসপাতাল ও কারাগারে কাটানো সময় কারাগারে কাটানো হিসাবে গণ্য হবে কিনা। যদি মামলাটি তার বিরুদ্ধে যায়, তাকে পুনরায় কারাগারে থাকতে হতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ
ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলল পাকিস্তানের সেনাবাহিনী
ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলল পাকিস্তানের সেনাবাহিনী