• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বৈরী আবহাওয়ার মধ্যেও কুয়াকাটায় পর্যটকের ভিড়

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)    ২২ আগস্ট ২০২৫, ০১:২১ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

বৈরী আবহাওয়ার মধ্যেও বাংলাদেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটায় দেশ-বিদেশ থেকে পর্যটকের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সৈকতে বড় ঢেউ আছড়ে পড়ছে, তাই টুরিস্ট পুলিশ সকলকে সতর্ক করছে। সৈকতের বিভিন্ন পয়েন্টে মাইকিং করা হচ্ছে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি চালানো হচ্ছে।

বৃষ্টি, প্রচন্ড বাতাস এবং বড় ঢেউ উপেক্ষা করে পর্যটকরা সৈকতে ভিড় জমিয়েছেন। পরিবার-পরিজন, প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে তারা সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে আনন্দ উপভোগ করছেন। কুয়াকাটার সমুদ্র সাধারণত জৈষ্ঠ্য, আষাঢ় ও ভাদ্র মাসে অত্যন্ত উত্তাল হয়। এই সময়ে সমুদ্র ভয়ঙ্কর হলেও তা পর্যটকদের মুগ্ধ করে।

খুলনা থেকে আসা পর্যটক শরিফুল ইসলাম বলেন, ‘সাগরের ঢেউ বড় হয়েছে, তাতে সমস্যা নেই। বন্ধুরা মিলে আমরা আনন্দ করতে এসেছি। ঢেউ না থাকলে মজা কেমন হতো? আমরা মজা করছি কারণ এখন সমুদ্রে অনেক ঢেউ।’

ঢাকা থেকে আসা সানজিদা রেশা বলেন, ‘৫ বছর পর কুয়াকাটা এলাম আমি ও আমার স্বামী। মেঘলাচ্ছন্ন আকাশ ও বৃষ্টি, উত্তাল সমুদ্র-সবকিছুর মধ্যেও আমরা সমুদ্রে গোসল করেছি। প্রচন্ড বাতাস আর ঢেউয়ের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাটা এক অন্যরকম অনুভূতি।’

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লায়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী জানান, সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে বৈরী আবহাওয়া উপেক্ষা করে পর্যটকদের চাপ রয়েছে। বর্তমানে ৭০-৮০ শতাংশ রুম বুকিং রয়েছে, কিছু হোটেল ও রিসোর্টে শতভাগ বুকিং হয়েছে। এই সময়ে মূলত সমুদ্রের ভয়াবহ রূপ দেখতে পর্যটকরা বেশি আগ্রহী। 

সমুদ্র পাড়ের ক্ষুদ্র ব্যবসায়ী মাঈনুল বলেন, ‘বৃষ্টি ও বাতাসের মধ্যেও পর্যটকরা বড় ঢেউয়ের সঙ্গে আনন্দ করছেন। আল্লাহর রহমতে বিক্রিও ভালো হচ্ছে।’

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, “কুয়াকাটা সমুদ্র সৈকত সময়ের সঙ্গে নতুন নতুন রূপ ধারণ করে। কখনো নীরব, কখনো ভয়ঙ্কর। বর্তমানে পাহাড় সমান ঢেউ ভেঙে পড়ছে, এবং পর্যটকরা সেই ঢেউয়ের সঙ্গে আনন্দ উপভোগ করছেন।”

টুরিস্ট পুলিশ জোন কুয়াকাটার এসপি হাবির বলেন, ‘আমরা মাইকিং করে পর্যটকদের সতর্ক করছি এবং সৈকতের বিভিন্ন স্পটে কঠোর নজরদারি রাখছি। সমুদ্রে গোসল করতে নেমে যাতে কোনো পর্যটকের ক্ষতি না হয়, সে জন্য স্বেচ্ছাসেবক টিমও তৈরি রয়েছে।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিস্তা নদীর ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন
তিস্তা নদীর ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন
উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত
উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত
পশ্চিম বাঁশখালীতে নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
পশ্চিম বাঁশখালীতে নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা