কুয়ানতানে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটকে নিরাপদে উদ্ধার


মালয়েশিয়ার কুয়ানতান বিমানঘাঁটিতে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটে একটি এফ/এ-১৮ডি হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটিতে আগুন ধরে বিস্ফোরণ ঘটে।
রয়্যাল মালয়েশিয়ান এয়ার ফোর্স জানায়, ককপিটে থাকা দুই পাইলটই নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। পরে তাদের টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। বাহিনী জনসাধারণকে অনুমানভিত্তিক বা অযাচাইকৃত তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়েছে।
পাহাং পুলিশ প্রধান ইয়াহায়া ওথমানও পাইলটদের নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়-উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটিতে আগুন ধরে যায় এবং পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়।
উল্লেখ্য, মালয়েশিয়ান এয়ার ফোর্সের বহরে ১৯৯৭ সালে যুক্ত হয়েছিল টুইন-ইঞ্জিনযুক্ত আটটি এফ/এ-১৮ডি হর্নেট যুদ্ধবিমান।
ভিওডি বাংলা/জা