পিআর পদ্ধতির নামে নির্বাচন পিছিয়ে দেয়ার প্রয়াস চলছে : আলাল


পিআর পদ্ধতির বির্তক সৃস্টি করে নির্বাচন পিছিয়ে দেয়ার প্রয়াস যে চলছে এটা আমার দেখতেই পারছি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শুক্রবার (২২) আগস্ট বেলা সাড়ে ১১ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে (বিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে বলেন পিআর পদ্ধতি পৃথিবীর যতগুলো দেশে আছে বেশির ভাগ যায়গাই একটা অস্থিতিশীল সরকারের মধ্যে থাকে। যারা পিআর পদ্ধতির কথা বলেন তাদের অনেক কর্মীই পিআর নিয়ে ব্যাখা দিতে পারবে কিনা আমার মধ্যে একটা দ্বিধা আছে।
এসময় তিনি বলেন, মতভিন্নতা গনতন্ত্রের সৌন্দর্য, সবাই যদি আগেই একমত হয়ে যায় তাহলে সেটা বাকশাল হবে। এজন্য মতভিন্নতা যেখানে আছে সেখানে গনতন্ত্রের সৌন্দর্য আছে। কিন্তু সে মতভিন্নতা আমার মত করে হতে হবে এইভাবে জেদ ধরে বসে থাকা এটা রাজনৈতিক ব্যাকরণেও পরে না সামাজিক কোন শিষ্টাচারের মধ্যেও পরে না।
আলাল বলেন, দায়বদ্ধ সরকার ছাড়া দেশে যে অর্থনৈতিক সংকট চলছে তা কাটিয়ে ওঠা সম্ভব হবে না। বর্তমানে বিদেশি বিনিয়োগ বলতেই নেই। দেশি বিনিয়োগও নেই। বড় বড় গ্রুপ কোম্পানি যারা তারাও নতুন কোন সেক্টরে বিনিয়োগ করছেন না। কারণ দায়বদ্ধ সরকার ছাড়া তারা অর্থ বিনিয়োগ করবেন না। তাহলে একটা খারাপ দিকে দেশের মানুষের অবস্থা চলে যাবে।
মিট দ্য রিপোর্টার্সে উপস্থিতি ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন, সংগঠনের নেতৃবৃন্দসহ বরিশালে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের সংবাদকর্মীরা।
ভিওডি বাংলা/ এমএইচ